গোয়েবলস ভাইজান!
আপনি এখানে পুনর্জন্ম গ্রহণ করেছেন!
আপনার ইতিহাস পড়েছি বইয়ে
বা জেনেছি মুখে মুখে
এখন দেখছি চাক্ষুস সামনা-সামনি
জন্মান্তরে এখানে আছেন বেশ সুখে।
আত্মসর্বস্ব আপনি!
আপনার মাহাত্ম - আপনি ছড়াতে পারেন নিজেই!
আত্মনিষ্ঠ হয়ে সত্য পিষ্ট করে
ঘোড়ার গাড়িতে চড়ে - হেলেদুলে নড়ে
আপনি যেতে পারেন খুব সহজে
গুলিস্তান থেকে পুরনো ঢাকার নবাববাড়িতে,
আপনি ক্ষমতাধরদের কুর্নিশ করতে বা
আওতায় থাকতে ভালোবাসেন সবসময়ে
যেখানে সেখানে যেতে পারেন তৈরী থাকা গাড়িতে।
রত্নগর্ভ কোন্ মা-জননী আপনাকে
গর্ভে ধরেছিলেন, তা আমি জানি না!
আর এখন এই বাংলাদেশে
গর্ভ ছাড়া, সূতিকাগার ছাড়া, নার্সিংহোম ছাড়া, ধাত্রী ছাড়া
আপনার জন্ম হওয়া - কী মিরাকল!
আপনার জন্মদিন পালন হচ্ছে বেশ ধুমধামে
কোন্ পানীয় নেই সেই অনুষ্ঠানে
বাঘে ও হরিণে জল খায় একসাথে গানে গানে!
আপনি এখানে খুবই অনুকূল পরিবেশে
স্বতঃস্ফূর্ত ভাবে অশ্বশক্তির যোগান পেয়ে
কপটকান্নায় ঘোরালো-প্যাচালো-বকধার্মিকতায়
সত্যকে মুূহূর্তেই শিলাময় করে ফেলতে পারছেন!
অকম্পন হাতে লণ্ডভণ্ড করে ফেলতে পারছেন
প্রত্যয় ও বিশ্বাসযোগ্যতার শৈলচূড়া!
বাপু, ভেকধারী হয়ে পিটমোড়া করে নিয়ে যেতে পারছেন
যে-কোনো সময় যে-কোনো দলিল-দস্তাবেজ!
আপনার বর্ণনা শুনে পাহাড় কেঁপে উঠলেও
ভ্রমে কিছু লোক ভ্রমর হয়ে আত্মনাশ করছে!
আর তখনইÑআপনার আরও প্রাণধারণের সুবিধা হচ্ছে
আর তখনইÑআপনার আরও দেহধারণের সুবিধা হচ্ছে।