গাছপোঁতা জায়গা থেকে দিন দিন দূরে চলে গিয়ে বাবুইতুলসীর
কথা ভুলে গিয়ে আছি, বকফুল কবে দেখেছি আমার গ্রামে! সরিষার
জ্বলে ওঠা দিগন্ত দেখেও উজ্জ্বলতা বুঝতে পারিনি! রাধাচূড়া খুলে
ধরেছিল তার সৌন্দর্য, তারপরও তা রেখে আমি আজ কোথায়
এলাম - এই নগরের অন্ধগলিতে, যেখানে কেউ আমাকে চেনে না,
আম্রশাখা নেই যে নিজেকে দুলিয়ে আমাকে বলবে - মৃদুমন্দ বাতাস
নিয়ে আছি তোমারই পাশে। কী এক কাল এলো - আমিও শিকড়হীন
হয়ে পড়ছি আর ফুলবিক্রেতাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবি
ফুলগুলো কোনখানে থেকে এলো বাণিজ্যতরীতে - বাণিজ্যই কি
আজ সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ফুল ফোটাতে পারে? সে ফুল কী লগ্ন?