মানুষ যতই চকচকে হয়ে উঠছে - আর যতই বস্তুভোগে
তৎপর হয়ে উঠছে - ততই অন্তঃসারশূন্য হয়ে উঠছে!
কীসের প্রবৃদ্ধি - কীসের গোধূলী - কীসের সূর্যবেলা? মৃত্তিকার
উদর থেকে বহুকিছু টেনে তুলে নেওয়া হচ্ছে - নদী থেকে
জল টেনে নেওয়া হচ্ছে - তাতে ভয়ানক তপ্তশ্বাস বেড়ে
যাচ্ছে - যা অব্যক্ত ব্যথার শব্দ। ধুলো উড়ছে চতুর্দিকে
দূষণের মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব, ভেতরটায় মৃত্যুগন্ধ নিয়ে
জড়োসড়ো হয়ে পড়ছে জীবন - আগুন স্পর্শ করা যাচ্ছে
না! অন্তরলোক পচে যাচ্ছে - পচা কামরাঙার মতন, বাইরে
উত্তেজনা নিয়ে আচ্ছন্নতা।