একজন রাস্তা বন্ধ কইরা, অফিসে যাইবো, আরেকজন এক মাইল ফাও হাটাইবো। আর এইসব কারনে দেরি কইরা অফিসে গেলে মালিক আমারে চুমাইবো?
আমেনা বেগমের মাথায় একটা চিন্তাই কেবল ঘুরছে।
৩৮০ টাকা।
এই তিনশ আশি টাকা দিয়ে সে অনেক কিছু করতে পারবে। সামনে শীত আসছে। তার ছেলেটার এমনিতেই ঠান্ডার বাতিক আছে। এই টাকা দিয়ে সে তার তিন বছরের বাচ্চার জন্য ঢাকা কলেজের সামনে থেকে অন্তত দুই সেট শীতের জামা কিনতে পারবে। যখন এক টানা অনেক দিন কুয়াশা থাকবে, তখন বাচ্চাদের কয়েক সেট শীতের জামা লাগে। কারন বাচ্চারা বড্ড তাড়াতাড়ি কাপড় নোংরা করে। রোদের দেখা থাকে না বলে, ধুয়ে দিলেও সহজে শুকাতে চায় না। তখন বাড়তি এক সেট জামা অনেক উপকারে দেয়।
কিন্ত সবচেয়ে বড় কথা হচ্ছে এই তিনশ আশি টাকার ভরসায়, সে অনেকগুলি বাড়তি খরচ করে ফেলেছে। তার এমনিতেই স্বামীবিহীন টানাটানির সংসার, একটা টাকা বাড়তি খরচ করার উপায় নাই।
যেমন প্রথমবার অফিস থেকে ফেরার পথে ফার্মগেইটে সুন্দর সুন্দর লাইট-জ্বলা প্লাস্টিকের খেলনা বল দেখে পছন্দ হয়ে যায় এবং বাচ্চার জন্য একটা কিনেও ফেলে। ভাবে, হাজিরা বোনাস ৩৮০ টাকা তো আছে।
দ্বিতীয়বার লাল বুড়িকে একটা কাপড় কিনে দেয় ২০০ টাকা দিয়ে, ফেরিওয়ালা বাসার সামনে নিয়ে আসছিলো। বুড়ির এমনিতেই ভালো কোন কাপড় নেই, তার উপর কাপড়টা বুড়ির অনেক পছন্দ হয়ে গেছে। কিন্তু টাকার অভাবে বুড়ি কিনতে পারছিল না বলেই সেই কিনে দেয়।
কারন সে যখন অফিসে চলে যায়, পিচ্চিটাকে তো এই বুড়িই দেখে রাখে, এই বুড়ির জন্যই তো সে চাকুরিটা করে খাচ্ছে। না হলে এই অপরিচিত ঢাকায় সে কার কাছে তার তিন বছরের বাচ্চটাকে রেখে চাকুরি করত? রক্তের সম্পর্কহীন এই বুড়ি যে যত্নের সাথে গত একটা বছর ধরে এই পিচ্চিটাকে দেখে রাখছে, সেই ঋণ কোনভাবেই শোধ করার না।
এইসব সাত পাচ ভেবে সে, বুড়িকে কাপড়টা কিনে দেয়। হাজিরা বোনাস থেকে শোধ করে দেয়া যাবে এই ভরসায়।
কিন্তু আজকে মনে হয়, ওর হাজিরা বোনাসটা মিস হবে। বিজয়-সরণির মোড়ে জ্যামে আটকে আছে দশ মিনিট ধরে। কি ঢঙ্গের ভিআইপি যাবে সে জন্য রাস্তা বন্ধ। এইসব ভিআইপি-রা জন দুর্ভোগ বাড়াতে পারে কিন্তু কমাতে পারে না। মাসে ত্রিশ দিনের মধ্যে একদিন এক মিনিট লেইট হলেই হাজিরা বোনাস পুরাটা মাইর।
সবাই আছে খালি গরীম মারার ধান্ধায়।
সার্ক ফোয়ারার সামনে বাস থেকে নেমেই আমেনা বেগমের মনে হলো, সে বড় একটা ভুল করে ফেলেছে। কিন্তু এত টুকু পিছনে গিয়ে ঘুরে আসতে গেলে দেরী হয়ে যাবে।
হাজিরা বোনাস মিস করা যাবে না, মনে মনে এইটা বলেই, আমেনা বেগম দৌড়ে রাস্তা পার হতে শুরু করলো। হঠাত কোথা থেকে যেন দুইজন পুলিশ এসে ওকে থামতে বলে। ও না থেমে দৌড় শুরু করে, অফিসে লেইট হয়ে যাচ্ছে।
কিন্তু একজন মহিলা পুলিশ ওকে ঝাপটে ধরে। সে প্রাণপনে ছোটার চেস্ট্রা করে।হাত আটকে থাকার জন্য তার সব চেস্টা ব্যর্থ হয়। শেষে সে পুলিশের হাত কামড়ে দেয়।
পুলিশের বড়কর্তা আমেনা বেগমের এহেন সাহস দেখে স্তব্ধ হয়ে যায়।
- এই মহিলা তুমি মানুষ না, বিচ্ছু? ওভার ব্রীজ দিয়ে পার হউ নাই। আবার পুলিশের হাতে কামড়? সাহস তো কম না!
- এখানে কি ওভার ব্রীজ আছে?? কী দিয়ে পার হব??
- কেন এটিএন এর সামনে আন্ডার পাশ আছে না?
সার্ক ফোয়ারার এখানে থেকে আধা মাইলে পিছে গিয়ে, আন্ডার পাশ দিয়ে রাস্তা পার হয়ে আধা মাইল আবার সামনে আসব? মজা করেন? একজন রাস্তা বন্ধ কইরা, অফিসে যাইবো, আরেকজন এক মাইল ফাও হাটাইবো। আর এইসব কারনে দেরি কইরা অফিসে গেলে মালিক আমারে চুমাইবো? আমি কি আপনের বাপের অফিসে চাকুরী করি?
মহিলার এমন কথায় এএসপি সাহেব, বাকরুদ্ধ হয়ে যান। তাদের ভয়ে যেখানে বিএনপির বড় বড় নেতারা এক ঘাটে পানি খায়। সেখানে কিনা এই মহিলা এমন করে কথা বলার সাহস পায়? মহিলার কথা শুনে উনার প্রায় স্ট্রোক হয়েই যাচ্ছিল। অনেক কস্টে স্ট্রোকটা আটকেছেন।
আইন অমান্য, সরকারী কাজে বাধা, দ্বায়িত্বরত পুলিশকে কামড়ানোর অপরাধে তার এক মাস বিনাশ্রম জেল হয়।
এদিকে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যাচ্ছে। মাকে না পেয়ে আমেনা বেগমে ছেলেটার কাদতে কাদতে গলা ভেংগে গেছে।
--
বিঃদ্রঃ ঘটনাটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন । পুলিশের হাত কামড়ে এক মধ্যবয়স্ক নারী জেলে গিয়েছেন।
এই খবরটা দেখেই গল্পটা লিখতে ইচ্ছা হলো।বাস্তবটা এতটা খারাপ না হক, এমনটাই আশা করবো।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন