ব্লগে বেশি সময় দিলে আপনার যে রোগগুলো হতে পারে। (ব্লগারদের কিছু রোগ ও তার লক্ষণ)।পর্ব-০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একজন ঘূণপোকা ল্যাব, বাকু, আজারবাইজান -অনেক গবেষণা ও পরিশ্রম করে ব্লগারদের কিছু রোগকে চিহ্নিত করতে পেরেছে। সবগুলো রোগকে তারা সামুকোসিস বা সামু এডিকশন রোগ নামে নামকরন করেছেন। সামুকোসিসের কিছু রোগ নিয়ে আগের পর্বের এই পোস্টে কিছু আলোচনা করা হয়েছিলো। আজকে বাকিগুলো দেয়া হলো।
সামু ডিপেনসি
এটা হচ্ছে যেকোন তথ্যের ব্যাপারে আপনি সামুর উপর নির্ভরশীল হয়ে পড়বেন।নতুন ডিএসএলআর ক্যামেরা কিনবেন?? আপনি সামুতে সার্চ দিয়ে দেখবেন এই সমন্ধ্যে কোন পোস্ট আছে কিনা!! কিংবা নিজেই সাহায্য পোস্ট দিয়ে বসবেন, নতুন ডিএসএলআর ক্যামেরা কিনতে চাই, অভিজ্ঞরা সাহায্য করুন। বাসা ভাড়া দরকার, টিউশনি দরকার, জব দরকার, প্রিয় মানুষকে কি উপহার দিবেন ভেবে পাচ্ছেন না, কোন কোচিং বা কলেজে বা ভার্সিটি ভর্তি হবেন বা কাউকে ভর্তি করাবেন, কিংবা কোথাও ঘুরতে যাবেন। আপনি সামুর অন্যান্য ব্লগারদের কাছে সাহায্য চেয়ে পোস্ট দিবেন।
সামুস্লেক্সিয়া
আপনি অনেক পড়ুয়া ছিলেন, যাকে বলে বইয়ের পোকা। কিন্তু এখন আপনার বই পড়ার আর সময় নেই।এটা হতে পারে পাঠ্য বই বা অন্যকোন বই। আগে যেখানে সপ্তাহে ২/৩ গল্প-অনুবাদ-ফিচারের বই পড়ে শেষ করতেন, এখন লাস্ট যে কবে বই পড়ছে তা মনে নাই। এটাই হচ্ছে সামুস্লেক্সিয়া রোগের লক্ষণ। এটা আপনার বই পড়ার অভ্যাসকে দূরে সরিয়ে দিবে।
হিট এফেক্ট
আপনার ব্লগিং কোয়ালিটি যাই থাকুক না কেন? আপনি ব্যাপকভাবে হিটের প্রতি আগ্রহী হয়ে পড়বেন। এই জন্য আপনি কপি-পেস্ট, মাল্টিবাজি, গালিবাজি, সিন্ডিকেট গঠন , পোস্ট না পড়েই মন্তব্য করার কিংবা তেলানোর দিকেই বেশি আগ্রহী হয়ে পড়বেন।
গালি ইনটেলেকচুয়াল ফাংশনিং
ব্লগে আসার আগে আপনার গালির স্টক ছিলো দুইটা বা তিনটা যা কদাচিৎ আপনি ব্যাবহার করতেন। কিন্তু এখন আপনি এমন সব গালি দেন যা বস্তির ভাষাকেও হার মানায়।
হনুসিনেশন
আপনি ব্লগে যা বলতে চান, তা মোটামুটি স্বাধীনভাবেই বলতে পারেন। আর এটাই আপনার হনু সিন্ড্রোমের কারন হয়ে দাঁড়াবে। আপনি নিজের পোস্টে যেকোন সন্মানিত লোককে একহাত নিবেন। পৃথিবীতে কেবল আপনি যাদের পছন্দ করবেন তাদের ছাড়া আর কারো কোন গুনই আপনার চোখে পড়বে না। অন্যদের কাছে সে যত সন্মানিত হন না কেন!প্রথমে ব্লগ পোস্টে পরে তা বাস্তব জীবনেও অভ্যাস হয়ে যাবে।
প্লাস সিনড্রোম
কেউ মনের মত কোন কাজ করলেই আপনি বলবেন, ভালো হয়েছে তো প্লাস দিলাম। কিংবা ভাবীর হাতের রান্না খেয়ে বলবেন, বউ সেই মজা হয়েছে। প্লাস প্লাস প্লাস। তবে এটা খুব রেয়ার রোগ।
ডিসক্লেইমারঃ উপরের সবগুলো রোগ যে সবার মধ্যে থাকবে কিংবা সমান মাত্রায় থাকবে-তা কিন্তু নয়। এক বা একাধিক কিংবা সবগুলো রোগই থাকতে পারে। আবার নাও পারে। ব্লগার বিশেষে রোগের তীব্রতার রকমফের হতে পারে।
কি! টেনশিত হয়ে পড়ছেন?? দূর এইটা একটা আজাইরা ফানপোস্ট । মৃত-জীবিত-বিবাহিত কিংবা অর্ধমৃত কারো সাথে এটা মিলে গেলে তা কোন কাকতাল নয়। বরং যার সাথে মিলে যাবে তার দোষ।
ফানও কিন্তু সত্যি হয়ে যায়,
ছোট ছেলেও একদিন বাবা হয়ে যায়।
আ,আ,আ..............আ.আ।
লালা লা, লালা লা...........।
পিক ক্রেডিটঃ বিটস্ট্রীপ
নামকরণে সাহায্যঃ উকিপিডিয়া ও মেডিক্যালের এক বান্ধবী
২৩টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
চাই সরাসরি দুইস্তর বিশিস্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন: নতুন বাংলাদেশের অঙ্গীকার
ভূমিকাঃ
ছাত্র-জনতার সফল জুলাই বিপ্লবের পর আজ বাংলাদেশ গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও প্রকৃত উন্নয়নের এক নতুন পথে যাত্র শুরু করেছে। নোবেল লরিয়েট ড। ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার... ...বাকিটুকু পড়ুন
=শোকর গুজার প্রভুর তরে=
প্রভু তোমার দয়ার কথা, বলে হয় না শেষ তো
কত রিযিক আহার দিয়ে, রাখছো মোদের বেশ তো!
তোমার সৃষ্টির কেরামতি, নেই কো বুঝার সাধ্য
তোমার বান্দা তোমার গোলাম, শুধু তোমার বাধ্য!
গাছে... ...বাকিটুকু পড়ুন
সুপার সানডে : সংঘর্ষ ও নৈরাজ্যের পথে বাংলাদেশ!
আজকের দিনটি বাংলাদেশের সচেতন মানুষের দীর্ঘদিন মনে থাকবে। এত সংঘর্ষ ও মারামারি অনেকদিন পর ঢাকাবাসী প্রত্যক্ষ করলো। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ আগে থেকেই উদ্বিগ্ন তার উপর বিভিন্ন অবরোধ... ...বাকিটুকু পড়ুন
ভয়েস অব আমেরিকার জরিপে সংস্কার শেষে ভোটের পক্ষে রায় দিয়েছে ৬৫.৯ % মানুষ
পাগল ও নিজের ভালো বুঝে ,কখনো শুনেছেন পাগল পানিতে ডুবে মারা গেছে কিংবা আগুনে পুড়ে মারা গেছে ? মানসিক ভারসাম্য না থাকলেও মানুষের অবচেতন মন ঠিকই বুঝে আগুন ও পানি... ...বাকিটুকু পড়ুন
ইউনূস সরকার নিজেই নিজের চাপ তৈরি করছে
ইউনূস সরকার সব সংস্কার কিংবা কাজ করতে পারবে না ,সেটা নিয়মিতর নিয়ম মেনে নিতে হবে । রাজনৈতিক দলগুলো , যে কালচার তৈরি করে গেছে সেটা এই সরকার আমূলে বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন