কিছুদিন আগে সামুতে একটা পোষ্ট পড়ছিলাম কেমন হবে ২০২০ সালের পৃথিবী ? দুনিয়া লইয়া আমার চিন্তা নাই । দুনিয়ার চিন্তা করনের লাই অনেক গেনি গুনি মানুষ আছে, আমি চিন্তা কর্তাছি সামুরে লইয়া, নিজের যে সব কির্তি কলাপ এর ইতিহাস সামুতে পোষ্ট করছি আমার মাইয়া বড় হইয়া আমারে আর ইজ্জত করবো বইলা মুনে হয় না !

এইবার আসি আসল কামের কথায়, জানবার চান ২০২০ সালে সামু কেমন হইবো ? শুনেন আমি কামরুপ কামাক্ষার একজন বড়মাপের গনকের কাছ থিকা এই ভবিষ্যৎ জাইনা আসছি :
২০২০ সালে সামুতে নিক খুলা :
সামুতে নিক খুলোনের জন্য দোকানে দোকানে সামু ছিম কার্ড পাওয়া যাইবো। মোবাইলে ইউজানের লাইগা না !!!!!


(এই সেই ছিম কার্ড)
মডারেশন ইস্টাটাস
নিক খুলোনের পরে আপ্নের চোখের কালার চেইঞ্জ এর উপ্রে নির্ভর করবো মডারেশন ইষ্টাটাস যেমন :
আপ্নের চোখ যদি হয় কমলা কালারের তবে বুজতে হইবে আপ্নি এখন ওয়াচে আছেন,যদি হইলদা কালার হয় তাইলে দুইটা কাম হইতারে হয় আপ্নের জন্ডিস হইছে নয়তো আপ্নে জেনারেল হইছেন। আর সবুজ হইলে তো কতাই নাই "সেইফ হইছিরে পোষ্ট দিবেন" ।

(মডারেশন ইস্টাটাস)
পোষ্ট দেওয়া
পোষ্ট দিতে হইলে বর্তমানের মতো এতো টাইপ টুইপ এর দরকার নাইক্কা।চৌখ বন্দ কইরা খালি মুনে মুনে চিন্তা করবেন, চৌখ খুইলা দেখবেন আপ্নার পোষ্ট সামুর প্রথম পাতায় ভাসতাছে। তবে আজে বাজে খারাপ চিন্তা না করনই ভালো, কারন তাইলে ১৮+ পোষ্ট হইতারে। তখন আবার দেখবেন আপ্নের চৌখ লাল ।
(খোকা বাবু পোষ্ট দিতাছে)
ইমোটিকন দেওয়া
ইদানিং ব্লগে ইমো দিতে বেশ কষ্ট হয় । ব্যান্ডউইথ কম থাকলে ইমো দেওন যায় না। ২০২০ সালে ইমো দেওন কুন বেপারই , আপ্নে যেই ইমোডা দিবার চান সেই ইমোর মতো কইরা মুখটারে ভেংচি দিবেন দেখবেন আপ্নের পোষ্টে বা কমেন্টস এ ইমো যোগ হইয়া গেছে। সতর্কতা কিছু কিছু ইমো যোগ করার সময় ছুড বাচ্চা আশে পাশে না থাকনই ভালো, ডরাইতে পারে।
(ইনি হিট না পাইয়া একখানা রাগের ইমো দেওয়ার চেষ্টা করতাছে)
ভালো লাগা দেওয়া
পোষ্ট পড়িবার সময় যদি আপ্নার বৃদ্ধ অংগুলি উর্ধমুখি হয় আর অন্যান্য অংগুলি সমুহ "একতাই শক্তি" ইস্টাইলে হাতের তালুতে মাথা গোজার চেষ্টা করে, তবে দেখবেন আপ্নার প্রিয় ব্লগারের পোষ্টে একখানা লাইক যুক্ত হয়েছে। সতর্কতা অনেক অশিক্ষিত মানুষ এই ভংগিটাকে অপছন্দ করে তারা সাধারনত "তুমি আমার কচু করবা" বলার সাথে সাথে এই অপশনটি কাজে লাগায় , তাদের সামনে এই অপশন ব্যবহার করলে বিপদ হইতারে।
(নে দিয়া দিলাম ভালো লাগা, টেকা তো লাগে না যতো মুঞ্চায় নে !)
অনাকাংখিত পোষ্ট
একটু ভদ্র ভাষায় বললাম, সাধারনত অশলিল, ফেবু স্টাটাস, ক্যচাল পোষ্ট, ধর্মকে আঘাত করে পোষ্ট ব্যাক্তিকে আক্রমন করে পোষ্ট ইত্যাদি পোষ্ট ভুলেও করবেন না ! কারন ২০২০ সালে সামুর এই বিষয়ক একটা সিরিয়াস অপশন আছে ! পোষ্ট করবার সাথে সাথে ব্লগারের কানসার মইদ্যে একখানা বন চটকানা অনুভব করবে !আর যতোদুর জানতে পারছি মুষ্টি যোদ্ধা মোহাম্মদ আলীর হাতের একখানা স্কান করা বন চটকানা সামুর সার্ভারে সংরক্ষিত থাকবে। অতএব সাবধান !!!!!!!
(এই ব্যাক্তি একখানা বাল্পোস্ট দিয়া বন চটকানা খাইছেন)
পোষ্ট ড্রাফ্ট করা ডিলিট করা
যদি কোন পোষ্ট ড্রাফ্ট করতে চান তবে , সেই পোষ্টের শিরোনাম উচ্চারন কইরা ডাইন চৌখ টিফি দিবেন বাস পোষ্ট ড্রাফ্ট হয়ে যাবে। আর পোষ্ট ডিলিট করবার চাইলে বাম চুখে টিফি দিবেন পোষ্ট ডিলিট হই যাইবো। তবে সামনে কোন রমনি , মেয়ে মানুষ থাকা অবস্তায় পোষ্ট ড্রাফ্ট, ডিলিট না করার অনুরোধ করা গেলো।
(আফামনি পোষ্ট ডিলিট করতাছে)
সামু গিফ্ট
অনেকেই ব্লগে জন্মদিনের পোষ্টে কেক সহ অন্যান্য খাবারের ছবি দেয়, ২০২০ সালে এই ধরনের পোষ্টে ডুকনের সাথে সাথে আপ্নি অইসব ছবির খাবারের অরিজিনাল টেষ্ট আপ্নার জিবলায় পাইবেন , মাগার পেট কিন্তু ভরবো না। সতর্কতা কিছু কিছু ব্লগার মল মুত্র সহ জুতা , ঝারুর ছবি ব্রগে আপলোড করে থাকে অই সব পোষ্ট এড়িয়ে চলতে অনুরোধ করছি।
(নো ফডু

(সব জিনিসের ফডু দিতাম না)
মডু
২০২০ সালে মডু হিসাবে মঙ্গল গ্রহের এলিয়েন দের নিয়োগ দেয়া হবে। তখন আর মডুদের বিরুদ্ধে পক্ষপাতের অপবাদ দেওয়া যাবে না। কারন এলিয়েন রা এই সব আপবাদ একদম সহ্য করে না।
(মডুদের কথোপকথন)
আরও অনেক কিছু কইছে হেই গনকে, কিন্তু আমি হেইডি আর কইতাম না। টেকা দিয়া খবর লইছি ! মাগনা মাগনা বহুত কিছু কয়া ফালাইছি। জানা আফার কাছে অনুরোধ আপ্নি আমারে একবার সামুর অফিসে ডাইকা নেন , বাদ বাকি ভবিষ্যত বানী গুলান আফনেরে কমু টেকা লাগবো না।[sb/]
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৬