প্রসঙ্গে ফিরি । বাংলাদেশের জাতীয় পার্টির সাংসদ বলছিলেন যে ছাত্র এবং শাসকদলের উচিত বাস্তবতা মেনে ভারতবর্ষের সঙ্গে একটা ওয়ার্কেবেল সম্পর্ক তৈরি করা । বাংলাদেশ দেশটা পুরোপুরি ভারত দিয়ে ঘেরা । প্রাকৃতিক দুর্যোগ , জমির উপর চাপ , ন্যাচারাল রিসোর্স না থাকা ইত্যাদি কারণে বাংলাদেশের ভারত ছাড়া গতি নেই । প্রতি বছর ২০ লক্ষ বাংলাদেশী ভারতবর্ষে আসে চিকিৎসা করাতে । ভারতে ইউরোপের সমতুল্য চিকিৎসা ব্যবস্থা পাওয়া যায় যা এত কম খরচে আর কোথাও পাওয়া যায় না । জাপানে তো যাওয়া সম্ভব নয় আর সিঙ্গাপুর অত্যন্ত ব্যয়বহুল । তিনি বলছেন ভারতকে অবশ্যই দায়ী করা যায় নদীর উজানে বাঁধ দেওয়ার জন্য । বাংলাদেশকে জলের ব্যাপারে বহু ক্ষেত্রে বঞ্চনার শিকার হতে হচ্ছে । কিন্তু সারাক্ষণ যে মিথ্যে প্রচার চালানো হচ্ছে ভারতের জন্য বন্যা হয়েছে তা সত্য নয় । বর্ষাকালে বাঁধের জল ধারণ ক্ষমতা পরিপূর্ণ হলে আপনা হতেই জলের চাপে বাঁধের গেট খুলে যায় । তিনি বলছেন বাংলাদেশের নেতৃত্বের উচিত ক্রমাগত ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার বন্ধ করতে সচেষ্ট হওয়া । দেশে কুড়ি বছর আওয়ামী লীগের শাসন ছিল কিন্তু বাকি ২৯ বছর তো অন্য দলগুলো শাসন করেছে । তখনও তো সাহস দেখা যায়নি । ব্যারিস্টার পাটোয়ারি আরো বলেন যে বাংলাদেশের আর্থিক অবস্থা ভালো নয় , শুধু আদানিরাই বিদ্যুৎ বাবদ বিপুল টাকা পায় দেশের কাছে । সেদিকে সরকারের নজর দেওয়া উচিত । ডক্টর ইউনুস বলেছিলেন বাংলাদেশ অশান্ত হলে শরণার্থী ব্যবসায়িক বেশ কিছু সমস্যায় পড়বে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলো, তার মধ্যে সেভেন সিস্টার্স পড়ে , পশ্চিমবঙ্গ পড়ে । বাস্তব কথা । কাদের মদতে সেটা কি জানতে বাকি আছে যে বাংলাদেশের বেশ কিছু অংশ এই বক্তব্যকে বিকৃতভাবে কাজে লাগাচ্ছে যে সেভেন সিস্টার্স নাকি ভারতের থেকে কেড়ে নেবে বাংলাদেশ। ভারত বিশাল দেশ , বিপুল তাদের আর্থিক শক্তি এবং তারা বিশ্বের অন্যতম সেরা সামরিক শক্তি । আমাদের দেশের মায়ানমারের সঙ্গে যুদ্ধ করতে বিপুল ক্ষয়ক্ষতি হয় । সেখানে লড়াই হবে একটা সুপার পাওয়ারের সঙ্গে ? এইসব বাচ্চাদের মত কথা বলে বাংলাদেশের জনগণকে খেপিয়ে লাভটা কার হচ্ছে । নতুন সরকারের উচিত এটা মাথায় রেখে যে শেখ হাসিনাকে ভারত কখনোই ফেরত দেবে না । জল নিয়ে সমস্যা হলে আন্তর্জাতিক আদালতে যাওয়া যেতে পারে । কিন্তু ভারতের সঙ্গে কাজ চলানোর মত সম্পর্ক না হলে অর্থনৈতিকভাবেই বাংলাদেশের পক্ষে টিকে থাকা মুশকিল । "
এ ব্যাপারে আপনাদের মতামত কি ?