অনুবাদক পোস্ট। ভালো লাগলো, তাই শেয়ার করলাম। ব্রাইটসাইড ডট মি থেকে সংগৃহীত।
চরমভাবে আকাঙ্খিত মানুষটিকে দেখে যখন উচ্ছাস বাঁধনহারা হয়ে যায়, তখন বুঝি এমনই হয়! মুভি প্রিমিয়ার এ ‘জনি ডেপ্’ এর আগমন উদযাপন করছেন তার একজন একনিষ্ট ভক্ত। চাহনি টা একবার দেখেন। জাস্ট ওয়াও।
কি? জানতে ইচ্ছে করছে না, ওরা কি দেখছে ? বিড়াল কুুকুর না হয় সহজেই আকর্ষিত হয়, তাই বলে মুরগীও!
এই জঙ্গী হামলা, রাজনৈতিক কচলা কচলি, অর্থনৈতিক টানাপোড়েন ! তারপরও জীবনটা খুব একটা খারাপ না!
মেরিলিন মনরো, নাও এ ডেইজ। বেচারা, সবই ঠিক আছে। শুধু বয়সটা একটু বেশী হয়ে গেছে। এই যা।
মেরিলিন মনরো রিটার্ণস। বাংলাদেশেও এরকম কয়েকটি তৈরী করা যেতে পারে। অন্তত বৃষ্টি থেকে বাঁচতে পারবে মানুষ। অবশ্য মোল্লা সাহেবরা কি বলবে, সেটাও চিন্তার বিষয়!
হুমায়ুন আহমেদের ‘কবি’ উপন্যাসে আতাহার তার বোনকে বিয়ে উপলক্ষে একটি কবিতা উপহার দেয়। তার শেষ লাইন ছিল, “ওদের দুটি হাতে খেলা করে পৃথিবীর সকল বিস্ময়!” জাস্ট লােইক দ্যাট।
বর্ষায় শুধু ঢাকার রাস্তায়ই পানি জমে না। ইউনাইটেড কিংডম এও জমে। তবে ওই পানিতে হংস সাতার কাটে, আর ঢাকার রাস্তায় পুরিষ্।!
চেয়েছিলাম শুধু দুইটা ছেলে। ইশ্বর এটি কি করলেন! বা থেকে ডানে ক্রমান্বয়ে দেখুন। হায়, কুসংস্কারাচ্ছন্ন লোক শুধু বঙ্গদেশেই জন্মায় না!
সবশেষে, মা ও সন্তান! আদিম এবং অকৃত্তিম ! আমি নিশ্চিত নই, মৃত্যুর পর কারো জন্য প্রার্থণা তার কোন কাজে লাগে কি না। আপনারা আমার মায়ের জন্য দোয়া করলে অন্তত আমি শান্তি পাবো।
মূল পোস্টের লিংক এখানে Click This Link
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭