আমরা যখন শুনতে পাই ‘Cute’, আমাদের চোখে ভেসে উঠে রেশমী পশমওয়ালা কাঠবিড়ালী, খরগোশ, আদুরে বেড়াল অথবা সুখী কুকুর ছানা। কিন্তু সৌন্দর্য্ হতে থাকতে পারে অন্যান্য প্রাণিদেরও যেমন সরীসৃপ, উভচর প্রানি। স্তন্যপায়ীদের মতো এদেরও আদুরে দেখাতে পারে। অবশ্যই পারে।
হ্যা। তাদের রয়েছে আঁশ, রেশমী লোম নয়।
হ্যা, তাদের মধ্যে কিছু বিষাক্ত। তবে এদেরকে দেখেও আপনি বলতে পারেন ‘WOW’।
সরীসৃপ পৃথিবীর অন্যতম বৃহৎ প্রজাতি, সুতরাং আপনি অবশ্যই এমন কতগুলো সরীসৃপ পাবেন যারা সত্যিই আদুরে।
যদি বন্ধু হও হাতটা বাড়াও।
আপনার কাছেও যদি আদুরে সরীসৃপের এমন কোন সংগ্রহ থেকে থাকে তবে তবে অবশ্যই শেয়ার করুন।
@বোরড পান্ডার সৌজন্যে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৩৬