ব্যাপারটা দুখঃজনক!!
আমি সামু পড়ছি সেই ২০১১ সাল থেকে। অনেক কিছু শিখেছি। জেনেছি। অনেক ব্লগার এর লিখার জন্য রীতিমতো অপেক্ষা করতাম। শ্রদ্ধা আসতো অন্তর থেকে। নিজে ভালো পারিনা। তার পরও একটু একটু চেষ্টা করছি লিখতে।
কি ন্তু আমি হতভম্ব!
এ কি অবস্থা আমাদের ব্লগার ভাইদের!!
কথার বিপরীতে কথা, যুক্তির বিপরীতে যুক্তিসঙ্গত যুক্তি আসাটাই বাঞ্চনীয়। কিন্তু অদ্ভুতভাবেই দেখছি সামান্য ব্যাপারেই রীতিমতো মল্লযুদ্ধ! অহেতুক মন্তব্যের ছড়াছড়ি! বাজে কথার তুবড়ি!
সবাই তার নিচের শ্রেষ্ঠত্ব নিয়েই সন্তুষ্ট। যেকোন বিষয়েই বিপরীত যুক্তি থাকতে পারে। কিন্তু তাই বলে পরমতের প্রতি শ্রদ্ধা বলে যে একটা ব্যাপার আছে সেটাও কি মানতে নেই।
কড়া করে বাজে দুটো কথা বললেই কি প্রতিবাদ ও প্রতিরোধ হয়ে গেল?? সেলুকাস!!
আমি এ বাজে বিষয়গুলোর প্রতিবাদ করছি।
সবাইকে সংযমী হয়ে সুস্থ ব্লগিং এর আহবান জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৬