স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে বেশিদিন হয়নি। ঐ সোনালী সময়টায় গান শোনা ছিল আমার অন্যতম গুরুত্বপুর্ণ অনুসঙ্গ। ইদানিং সেই সময় আর মানুষগুলোকে মিস করি। বেশ কয়েকটি গানের সাথে আমার বন্ধুরা নিজেদের জড়িয়ে রেখেছে। মনের আয়নায় ভেসে ওঠে সেই সময়ের অনুভূতির সাথে সাথে স্মৃতির চলচ্চিত্র!!
স্বর্ণালী সময় চলে যায়, এই বর্তমানই হয়তো কয়েক বছর পর মনে রাখার মতো স্মৃতি হিসেবে মনের হার্ডডিস্কে সেইভ হচ্ছে। তবে ফেলে আসা দিনগুলো থেকে সব ঘরানার যা যা শুনতাম তার থেকে কেবল বাংলাদেশী শিল্পিদের কিছু গানের লিংক সহ আজকের প্লে-লিস্ট!!!
সবার কথা অবশ্য মনে পড়েছে যে তাও না। অনেক ফেভারিট শিল্পিদের কথা হয়তো মনেই নাই। যাদের মনে পড়েছে তাদের থেকে কয়েকজনের গান নিয়ে আজকে আমার বিক্ষিপ্তভাবে পরিবেশনা।
✼ ১। মামুনের রুপের মাইয়া!!
!!!!!!! হা হা হা। তখন তো বিটিভি টাইম আর টেপ/টুইনওয়ান ডিভাইসের সময়। ঐ সময়ে ইয়াং শিল্পি মামুনের এই গানটা মনে ধরেছিল আর মাঝে মধ্যেই আওড়াতাম রুপের মাইয়া একবার পাইয়া গো......
✼ ২। মনপুরা ছবির নিথুয়া পাথারে..
এই গানটি কলেজ লাইফের পরের সময়ে শোনা ফজলুর রহমান বাবুর কন্ঠে শোনা। এটা উদাসী ভাব নিয়ে গান হলেও শুনতে চমৎকার লাগে এর টোন + সুর।
✼ ৩। আসিফের ও প্রিয়া তুমি কোথায়!!
তুমুল জনপ্রিয় সময়ে আসিফের এই গানটি বাজতো বড় ভাইদের টেপরেকর্ডারে ও সিডিতে। ছ্যাঁকা কারে বলে সেইটাই জানতাম না তখন অথচ হৈ হুল্লুড় করতে করতে এই গান আওড়াতাম স্কুলের বাইরে। বিশেষত একজনকে দেখলে
ভাল কথা! আসিফের আরেকটা গান "এই বুকে এত জ্বালা.......আমি নিঃস্ব হলাম..... ও পাষানি বলে যায় কেন ভালবাসনি....." এইটাও আওড়াতাম.......।
✼ ৪। খালিদ হাসান মিলু
শিল্পী খালিদ হাসান মিলুর 'যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় সেই প্রেম আমাকে দিও জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় ......"
এই গানটাও শুনতাম আর হুদাই রোমান্টিক অনুভূতি লাভ করতাম। খেক খেক.......
খালিদের আরেকটি গান "মাঝি বাইয়া যাওরে........"
✼ ৫। এন্ড্রু কিশোরঃ
জনপ্রিয় এন্ড্রু কিশোর আমার বড় আপার ফেভারিট একজন শিল্পি। এখনো উনার গান শুনেন। আমিও শুনতাম তবে আমার ফেভারিট লিস্টে পেছনের দিকেই উনার অবস্থান।
দুইটা গান তুলে ধরলাম উনার-
"আমার বাবার মুখে .......গানই জীবন গানই আমার প্রাণ" এটা বেশ মনে দাগ কেটেছিল।
জীবনের গল্পটা যদি......... এটাও শুনতে পারেন।
✼ ৬। বিটিভিতে সাবিনা ইয়াসমিনের গান দেখাতো। মোটামুটি ভালই লাগতো তবে দেশের গানগুলোয় আসলেই উনি ভাল কন্ট্রিবিউট করেছেন।
✼ ৭। কবির সুমনের "হাল ছেড়োনা বন্ধু" গানটা ছাড়াও বেশ কটা গান শোনা হতো.......
✼ ৮। এস আই টুটুলের গান খারাপ লাগতো না। ভালই লাগতো। বেশ কয়েকটি গান থেকে "তুই যদি চিনতি আমায় ...... পরানের পাখি" গানটা শুনে মন চনমন করে ওঠতো........। হাঃ হাঃ হাঃ
✼ ৯। মিলাঃ
মিলার হট ও ডেয়ারিং কাজগুলো আসলেই অসাম ছিল। যাত্রাবালা থেকে নাচে গো সুন্দরী কমলা গানটা তুলে ধরলাম।
✼ ১০। সামিনা চৌধুরীঃ
ব্যালকুনীতে বসে বসে সবচেয়ে বেশি যে গান শোনা হতো একসময় সেটা ছিল "কবিতা পড়ার প্রহর এসেছে......."
✼ ১১। মনির খানঃ
খ্যাত ছ্যাত যা ভাবার ভাবতে পারেন। টেপের স্বর্ণকালে মনির খানের গান শুনেনি এইরকম মানুষ কমই আছে বাংলাদেশে। যদিও অনেক ভাল লাগতো যে তা না মোটেই।
আমার দুই নয়নে অনন্ত ঘুম...... এটা শুনে দেখুন।
✼ ১২। ব্যান্ড সংগীতে আমার আগ্রহ সৃষ্টির পেছনে সবচেয়ে অবদান বেশি রেখেছেন যিনি তিনি হচ্ছেন গুরু জেমস!!!!!!!! উনার অনেক ফেভারিট গান থেকে আপাতত দুইটা দিচ্ছি......।
গুরু ঘর বানাইলা কি দিয়া!!
পাগলা হাওয়া........
✼ ১৩। আইয়ুব বাচ্চুঃ
জেমসের সমান্তরালে আরেক ফেভারিট শিল্পী আইয়ুব বাচ্চু!!! এই ওস্তাদের
"এক আকাশের তারা তুই একা গুনিসনে......." ওহ কি অসাম একটা গান!!!!!!!!
✼ ১৪। রিকলের গানগুলোঃ
খুব ক্রিয়েটিভ কিছু কাজ তারা করেছে। তবে অতো বেশি শুনা হয়নি তখন। ইদানিং ইউটিউব থেকে ওদের গানগুলো শুনছি।
এতোটা ভালোবাসি................
✼ ১৫। মিনারঃ
এই লোকটা খুব অন্যরকমভাবে নিজের স্বকীয়তা তুলে ধরেছেন বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিতে। চমৎকার অনেক গানের জন্য উনাকে মেনি মেনি থ্যাংকস!!!!!!!!!!!!!
✼ ১৬। ফুয়াদঃ
ফুয়াদ ভাই তো এক্কেরে বস!!!!!!!!!! ইলেক্ট্রনিক্সের সমন্বয়ে অসাধারণ টোনের জন্য এই লোকটার প্রতি কৃতজ্ঞতা না জানালে অন্যায় হবে।
নিটল পায়ে........ গানটা শুনতে পারেন এখনি........। ভালই লাগবে।
তাছাড়া "মন ভাল নেই" জোস একটা কাজ ওটা। সারা'র কন্ঠে এইগানটা আরো জোশশ!!!!!!!!
✼ ১৭। তিশমাঃ
জোশ একজন শিল্পি!!!!!!!!!!! ওর কাজগুলোও বেশ ভাল। ভাল সময়ে তাদের গান না শুনলে কি আর চলতো?ডিগি ডিগি ডাম ডাম........ এটা না দেখলে আপনি মিস করসেন অনেকক কিছু........।
✼ ১৮। হৃদয় খানঃ
উনার গান অতো বেশি ভাল লাগতো না। তবে "জানি একদিন" এই গান শুনে উনার ফ্যান না হয়ে পারিনি.........
✼ ১৯। হাবিবঃ
হাবিব অন্যতম প্রতিষ্টিত শিল্পি!! উনার বেশ কয়েকটা গান আমার অবসর সময়ের সংগী ছিল। বেশি না স্যাম্পল দুইটা দিচ্ছি।
দিন গেল তোমার পথ চাহিয়া............।
সুফী সাধক আব্দুল করিমের গান কেমনে ভুলিব আমি........ উনার কন্ঠে খারাপ হয়নি। খুব চমৎকার কাজ!!!!!!!!!
✼ ২০। আরেফিন রুমিঃ
এই লোকটার আর যাইহোক, কন্ঠে জাদু আছে বলতেই হয়। হৃদয় জুড়ে গানটা বেশ ভাল ছিল।
✼ ২১। ন্যান্সিঃ
ব্যাক্তি জীবনে উনি যাই হোন, উনার কন্ঠের মাধুর্য বাংলাদেশের অন্য শিল্পিদের থেকে ভিন্নরকম ও মধূর। এই শিল্পীর ভক্তদের মধ্যে বিশাল গুণি ব্যক্তিরাও রয়েছেন বলে শুনেছি। মেঘলা আকাশ শুনে দেখুন। আর হাবিবের সাথে.......
✼ ২২। তপুঃ
আমার সুসময়ের অন্যতম বড় অনুসঙ্গ ছিল তপু ভাইয়ের গানগুলো! টাকওয়ালারাও যে সিরাম স্টাইলিশ হতে পারে সেটা উনাকে না দেখলে বুঝা যায় নাকি?
এখনো তপু ভাইয়ের গান নিয়মিত শোনা হয়। উনার বন্ধু ভাব কী গানটা আজো আগের মতোই!!!!!!!!!!
অনিলার সাথে এক পায়ে নুপুর আমার অন্য পা খালি!!!!!!!!!!! সিরামম একটা গান রে ভাই!!
✼ ২৩। অর্নবঃ
জোশ ছিল উনার কিছু গান!! এর মধ্যে সে যে বসে আছে....। এটা খুবই ভাল লেগেছে।
✼ ২৪। তাহসানঃ
আগে তাহসানের গান তেমন শোনা হতো না। তবে ২-৩ বছর যাবত নিয়মিত শোনা হচ্ছে এই বিশাল জিনিয়াসের গানগুলো!!!!!!!!!! আগের করা আলো আলো........ এটা শুনে দেখেন।
✼ ২৫। বাপ্পাঃ
বাপ্পা দা'র গান সে-ই সময় থেকেই শুনে আসছি!!!!!!!! আমার মায়ের ফেভারিট শিল্পি উনি! আমারও অন্যতম ফেভারিট!! এখন দুইটা গানের কথা মনে পড়লো বলে দিয়ে দিলাম উনার দুইটা গানের ভিডিও লিংক!
একটা কথা না বলে পারছিনা! বাপ্পা'দার গানে আমি যে প্রাণোচ্ছলতা খুঁজে পেয়েছিলাম সেটা আমার কিশোর ও তরুণ জীবনে ব্যাপক উদ্দিপনা যুগিয়েছিল!! বিশেষত ট্যুরে গেলে উনার গান বেশি বেশি শোনা হতো।
সুর্যস্নানে চল...... গানটা সিরাম ছিল..........আছেও
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৭