
না, খুশি কিংবা হতাশ হওয়ার কোনো কারণ নেই। এটি কেবলই একটি বিয়োগান্তক টেমপ্লেইট, যা সামহোয়্যারইনে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। বহুদিন ধরে দেখে আসছি, ব্লগ ছেড়ে যারা চলে যান, কিংবা যাবো-যাবো করেন, তারা উপরোল্লিখিত ফরম্যাটে একটি পোস্ট দিয়ে থাকেন। প্রচুর ব্লগার ওই বিয়োগান্তক দৃশ্য আগ্রহ নিয়ে দেখেন। তাই আমারও আগ্রহ জাগলো, টেমপ্লেইটটি অন্তত একবার চর্চা করে দেখার। কারণ অদূর ভবিষ্যতেও এই ব্লগ ছেড়ে যাবার দূরতম সম্ভাবনা নেই আমার।
দেখতে দেখতে দিন চলে এল। আগামীকালই চলে যাচ্ছি দেশের বাইরে, ইউরোপের এক মনোরম দেশে। ছোট্ট একটি ফেলোশিপ, সাংবাদিকতা বিষয়ে। এক মাস তো বটেই, হয়তো তারও বেশি সময়। দেশের বাইরে যতোবার গেছি, ততোবারই ভীষণভাবে পুড়েছি নিঃসঙ্গতায়। এবারও সেই একই দশা হবে হয়তো। আপাতত কাতার এয়ারপোর্টের ট্রানজিট পিরিয়ডটা নিয়েই উদ্বেগে ভুগছি।
যাওয়ার আগে ৩৬৮টি পোস্ট, ৪০ হাজারের মতো মন্তব্য, ছয় লাখ ৬৪ হাজার হিট এবং প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি, হে প্রিয় ব্লগার! ভালো থাকুন সবসময়।