প্রথমে ভাবলাম---আমার একারই কি এই সমস্যা, নাকি অনেকেরই? এইটার জন্য দেখলাম একটা ওয়েবসাইট আছে ডাউনঅরনট ডট কম।
সেখানর ফলাফল হইল
বুঝলাম, খালি আমার না, অনেকেরই সমস্যা।
এবার ভাবলাম, একটু মেপে দেখি, অন্যান্য সাইটের তুলনায় এটার অবস্থা কেমন।
তুলনা করার জন্য বেছে নিলাম আরো কয়েকটা বাংলাদেশি সাইট, যেগুলো হয় সামুর মতই ট্রাফিক পায়, নয়তো কোন বাংলা ব্লগ সাইট।
তুলনা করার জন্য বেছে নিলাম হোস্ট-ট্র্যাকার ডট কম, যেটা কিনা বিশ্বের বিভিন্ন প্রান্তের ৫০ টার মত জায়গা থেকে একটা ওয়েবসাইটকে চেক করে দেখে যে এটার রেসপন্স টাইম আর ডাটা স্পীড কত।
ফলাফল:
১। বিডিজবস
রেসপন্স টাইম: ০.৪৩ সেকেন্ড, ডাটা স্পীড ১৬ কেবিপএস
২। বিডিনিউজ২৪
রেসপন্স টাইম: ১.৯১ সেকেন্ড, ডাটা স্পীড ৮৭ কেবিপএস
৩। চতুর্মাত্রিক ব্লগ
রেসপন্স টাইম: ১.৪৭ সেকেন্ড, ডাটা স্পীড ১৪৩ কেবিপএস
৪। সচলায়তন
রেসপন্স টাইম: ১.১৭ সেকেন্ড, ডাটা স্পীড ৭৩ কেবিপএস
৫। এবার আসি সামহোয়ারইনে। খেয়াল করুন, বাকি সবগুলারই রেসপন্স টাইম ১ সেকেন্ডের ঘরে।
সামুর ফলাফল:
রেসপন্স টাইম: ৮.১১ সেকেন্ড, ডাটা স্পীড ৭ কেবিপএস
সিদ্ধান্ত:
সামহোয়ারইন অন্যান্য তুলনীয় ওয়েবসাইটের তুলনায় বিরক্তিকর রকমের স্লো। কমেন্ট লিখে এন্টার মেরে দেখি বলে "পেজ নট ফাউন্ড", ভয়াবহ লোড টাইম, একাধিকবার রিফ্রেশের প্রয়োজনীয়তা ----সব মিলিয়ে খারাপ অবস্থা।
এমনিতেই সময় চুরি করে সামুতে আসি, এইসব ঝামেলার জন্য ভবিষ্যতে হয়ত আর সামুতে খুব একটা লেখা হবেনা বা আসা হবেনা।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১১ দুপুর ১২:৫৫