ভাল লাগে নিশি রাতে জোঁনাকির ঝাঁক
মাঝরাতে ছমছমে ঝিঁঝির ডাক ।
ভাল লাগে মেঘে ঢাকা এক ফালি চাঁদ
দূর আকাশে ভেসে যাওয়া মেঘের ছাদ ।
ভাল লাগে সকালের স্নিগ্ধ বাতাস
দুপুরের কড়া রোদে মেঘলা আকাশ ।
ভাল লাগে বিকেলের শেষ আভাস
রাতের আঁধারে জেগে থাকা ফুলের সুবাস ।
ভাল লাগে ভাল লাগা স্বপ্নটা বুঁনতে
স্বপ্ন দেখবো বলে চোখ দুটো বুঁজতে ।
ভাল লাগে চেনা সুরে প্রিও গান শুনতে
এক বুক জ্বালা নিয়ে সুখ গুলো খুঁজতে ।
ভাল লাগেনা তবু ব্যর্থতা জমাতে
সময়ের আড়ালে স্বপ্নগুলো হারাতে ।
ভাল লাগেনা আর এই সেই করতে
মিথ্যের দাপটে সত্যকে তাড়াতে ।