পথের শেষে
অনেক কথাই বলার ছিল, হয়নি বলা ।
অনেকটা পথ চলার ছিল, হয়নি চলা ।
যেটুকু পথ পেরিয়ে এলাম,
পথের মাঝেই পথ হারালাম ।
যা কিছু মোর সঙ্গে ছিল,
পথের সাথী ছিনিয়ে নিল ।
সঙ্গে থাকা সাঙ্গ হল,
তোর সাথে মোর পথ ফুরালো ।
আমার পথের শেষ বেলাতে,
তোর নতুন পথের শুরু হল ।
নতুন পথের নতুন মায়ায়
অচেনা এক পথিক এল... বাকিটুকু পড়ুন