সময় গুলো মোমের মত যাচ্ছে পুড়ে
ভাবনা গুলো মেঘ হয়ে সব যাচ্ছে উড়ে
স্মৃতি গুলো দূর থেকেই ডাকছে করুন সুরে
সুখ গুলো আস্তে করে যাচ্ছে সরে দূরে।
কল্পনার রং গুলো সব যাচ্ছে হারিয়ে
মনের আকাশে ছুটে চলি সীমা ছড়িয়ে
কষ্টগুলো ডাকছে আমায় দুহাত বাড়িয়ে
ভবিষ্যৎটা অন্ধকারের সামনে দাঁড়িয়ে।
স্বপ্ন গুলোও কেমন যেন ঝাপসা হয়ে আসে
রাতের তারা চাঁদের সাথে আমায় দেখে হাঁসে
ইচ্ছে গুলো তুলোর মতো মেঘের সাথে ভাসে
মন তবু চায় মিশে যেতে শিশির মাখা ঘাসে।
ঘুম পরীরা বহুদিন হয় আমার কাছে আসে না
বাস্তবতা কল্পনাতেও আমায় ভালবাসেনা
সাফল্য সেতো মরীচিকা, ধরাতো আর দেয়না
আছে শুধু বর্থতা, সে আমায় ছেড়ে যায়না।
বিদায় নিয়ে সকল কর্ম ব্যস্ততা
দিনের শেষে নেমে আসে ক্লান্ত নীরবতা
অন্ধকারের সাথে করি খানিক উন্মত্ততা
কেটে যায় সময়, থেকে যায় নিঃসঙ্গতা।
Download PDF