এক বছর,প্রেক্ষাপট অনুসারে অনেক লম্বা সময় আবার হয়ত অনেক কম সময়।দেখতে দেখতে ব্লগে ১বছর কাটিয়ে দেয়া একটু কমই হয়ত।
আমার আজো মনে পড়ে,হয়ত ৩ বছর আগেও আমি আমার আপুকে জিগ্যেস করেছিলাম,ব্লগ কি?
সে ধোঁয়াশামাখা একটি উত্তর দিয়েছিলো।তখন আমার কাছে ব্লগ মানেই ছিলো এমন একটা জায়গা যেখানে মানুষ ধর্মের বিরুদ্ধে এবং সরকারের বিপক্ষে লিখে।
সে যাই হোক,এই ব্লগের সন্ধান পেয়েছিলাম একটু অদ্ভুত ভাবেই।ব্লগার অপু তানভীর এর লেখা একটা গল্প পড়েছিলাম।গল্প শেষে মানুষের কমেন্ট দেখলাম,তো ভাবলাম আমিও একটা কমেন্ট করি।এরপর দেখি লেখা উঠে
"আপনাকে প্রথমে লগিন করতে হবে"এইডা আবার কি???ভাবলাম ,ঘর দুইটা তে ইমেইল আর পাসওয়ার্ড বসালেই লগিন হয়ে যাবে।ওমা,এ কি কারবার।আমার নামে কোন আইডি নাই।ভীত হয়ে ইমেইল আইডি চেক করলাম,এখানে তো ঠিকই আছে।বুঝলাম,এখানেও আলাদা আইডি খুলতে হয়।খুললাম নাহ,তবে অপু তানভীর এর গল্প প্রায় সবগুলো পড়ে শেষ করলাম।
এরপর আমি খাই-দাই,ঘুরি-ফিরি।এরপর কয়েকদিন যাবৎ একটা জিনিষ লক্ষ্য করলাম,গুগলে কোন কিছু জানতে চাইলে বেশিরভাগ সময়ই সামহোয়ারইনব্লগের একটা পোষ্ট শো করবেই।এরপর ইচ্ছে হলো,এত গুনী মানুষদের কিছুটা নিকটে আসতে।তাই একটা আইডি খুলেই ফেললাম।
আমার মনে পড়ে,সেদিন রোজা ছিলো,রোজা রেখে ক্ষুধার্ত পেট নিয়ে মনের ক্ষুধা মিটিয়েছিলাম এই ব্লগ আইডি খুলে।
যাই হোক,খোলার পর থেকে তো আমি ব্যাপক উৎসাহ নিয়ে সব ঘাটাঘাটি করছি।মডারেশন স্ট্যাটাস টার দিকে অনেক্ষণ তাকিয়ে এর মর্ম উদ্ধার করেছিলাম।কিছু লেখা দরকার।তাই এক বড় ভাইয়ের একটা পোষ্ট নিজের মত করে লিখে প্রথম পোষ্ট করলাম।মোট ছয়দিন হয়ে গেলো,পাঁচটি পোষ্ট করলাম,স্ট্যাটাস পালটে নাহ।
বুঝলাম,আমার পোষ্ট আবুল মার্কাই হয়,কিন্তু সপ্তম দিনেই আমি প্রথম পাতায় লেখার সুযোগ পাই।
এরপর মানুষের ব্লগে কমেন্ট করি,দেখলাম আমার ব্লগেও কেউ একজন কমেন্ট করেছে,আমিও কমেন্ট করলাম,কিন্তু অবাক হলাম অন্য জায়গায় পোষ্টদাতা কমেন্টের রিপ্লে দেয় ।কিন্তু আমি তখনও বুঝে উঠতে পারি নি যে,ডান পাশের সবুজ বাটন টাই রিপ্লে বাটন।
আস্তে আস্তে নতুন সমস্যা গুলো কাটিয়ে উঠলাম।তেমন কোন সমস্যা হয়ে ওঠেনি এই এক বছরে।তবে,ব্লগার সাহসী সন্তান থেকে একটা ঝাড়ি খেয়েছিলাম উলটাপালটা কমেন্টের জন্য এইই যা।
মাঝখানে হঠাৎ বিরাট গ্যাপ।প্রায় ছয় মাসের মত সকল প্রকার ভার্চুয়াল জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম আমার মেট্টিক/এসএসসি পরীক্ষার জন্য(আল্লাহর রহমতে কুমিল্লা বোর্ড এত খারাপ রেসাল্ট করাতেও আশানুরুপ A+ পেয়েছি)যাই হোক,১২মাসের মাঝে ৬মাসই একেবারে বিচ্ছিন্ন।তাই সবার সাথে হয়ত নিয়মিত যোগাযোগ হয়ে ওঠেনি।তবুও সহব্লগারদের কাছ থেকে ভালোকিছুই পেয়েছি।মাঝে মাঝে কিছু পোষ্টে মনের মতো করে ভালো মন্তব্য করতে ইচ্ছে করে।তবে,একটা কথা কি,মোবাইল থেকে সাধারণ ব্লগিং কষ্টকর হয়ে পড়ে,বিশাল মন্তব্য তো........
সবশেষ একটি কথা:আমার নিক "দ্যা ফয়েজ ভাই" হলেও,এটা শুধু নামেই কাজে নয়। হতে পারে এই ব্লগের আমি একজন অন্যতম কনিষ্ঠ ব্লগার। কোন ভূল যদি করে থাকি ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার পরিসংখ্যান:---
পোষ্ট করেছি:৬টি
মন্তব্য করেছি:১০৪৩টি
মন্তব্য পেয়েছি:২৫৬টি
ব্লগ লিখছি:১বছর ১দিন
অনুসরণ করছি:০জন
অনুসরণ করছে:১৫জন
ব্লগটি ১২২৫৯বার দেখা হয়েছে
নোট:আমার ব্লগ দেখার সংখ্যা ১২হাজার ছাড়িয়েছে।যা বর্তমান সময়ে ৬টি পোষ্ট করে প্রায় অসম্ভব।এনিয়ে অনেকের সংশয় থাকতে পারে।তাদের উদ্দেশ্যে,আমি আমার আগের লেখাগুলো ডিলেট করে দিয়েছি(প্রায় ১০টা)।
এর মধ্যে একটি পোষ্ট ৫হাজারের বেশি হিট পেয়েছে।এটাই কারণ।
(আগের লেখাগুলো রিপোষ্ট করেছি কয়েকটা,আর দুইটা আছে।রিপোষ্টের জন্য আগেই ক্ষমা চাচ্ছি)
ভালো থাকবেন,সুস্থ থাকবেন।অবসর সময়ে আমাদের কিছু জানার সুযোগ করে দিবেন।
.......ইতি.......
ফয়েজ দ্যা ছোট ভাই।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫