জীবনে তো ছবির ডায়ালগ কতই মুখস্থ করলেন।তবে ভেবে দেখেছেন কি,আপনার আশেপাশের মানুষগুলো সারাদিন কি ডায়ালগ ছাড়ে?চলুন,দেখে নিই,আশেপাশে থাকা কিছু মানুষের ডায়ালগ -----
মা:জীবনের সবচেয়ে আপনজন।ছোট বেলা হতে যার কাছে অ,আ শেখা,তার কাছেই শিখে নিই মজার কিছু ডায়ালগ যেমন:
১/পড়তে বসলে:পড়ালেখা তো করস না,শুধু শুধু বই নিয়া বইসা আছীস।(সত্যটা জানিলো কেমতে?)
২/খাইতে বসলে:কিরে,দিন দিন খাওয়া কমাইয়া দিতেছোস কেন?(আপনে চার প্লেট খাইলেও একই কথা)
৩/বাহির হইতে গেলে:আজকে বাহির হইলে আর ঘরে ঢুকতে দিমু না।(প্রত্যেকদিন একই কথা)
৪/মোবাইল হাতে থাকলে:মোবাইলের ভিত্রে ঢুইকা যাহ।(আম্মারে কেমনে বুঝাইতাম সম্ভব হইলে তাই করতাম)
৫/বাহির থেকে দেরীতে আসলে:এত তাড়াতাড়ি আসার কি দরকার ছিল?(ক্ষিদা লাগছে তাই)
৬/অনিচ্ছা সত্ত্বেও কিছু করাইতে গেলে:বাবা,তুই না আমার ভালো ছেলে?(আহা,)
৭/কেউ বিচার নিয়া আসলে:আমার ছেলে এরকম না(আসলেই,সত্য কথা)
৮/বিয়ের বয়স হইলে:বয়স তো কম হইলো না,বিয়েটা করে ফেল(মানা করছে কে?)
৯/ডাক্তারের কাছে গেলে:আমার ছেলেটা কিছুই খায় না।(তাহলে,বাঁইচ্চা আছি কেমনে?)
১০/মন খারাপ থাকলে:কিরে,কার সাথে ঝগড়া হইছে(গার্লফ্রেন্ড)
বাবা,এই মানুষটা সবসময় দূর থেকে পাশে থাকে।।তবে এই বাবার দায়িত্বটা পালন করতে গিয়ে শুনাতে হয় কিছু নিত্য বাণী।
১/পরীক্ষায় ফেল করলে:বেড়িয়ে যা আমার ঘর থেকে।(সামনের বার ভালো হবে এই।প্রতিশ্রুতি দিয়ে প্রত্যেক বার বেঁচে যাই।)
২/বাইরের কেউ বিচার দিলে:মা কে বলবে,তোমার ছেলের নামে অন্য লোক আমার কাছে বিচার দেয়।আমার মাথা হেট করে দিল তোমার ছেলে।(আমি বুঝি না আমি কি দোষ করলে শুধুই আমার মায়ের ছেলেই হয়ে যাই?)
৩/ভালো কিছু করলে:দেখতে হবে না,আমার ছেলে।(এইবার মনে হয় বাবা আসলেই স্বার্থপর।)
৪/খেলতে যাওয়ার জন্য রেডি হইতে গেলে:খেলাধুলার কথা ঠিকই মনে থাকে।প্রাইভেটের কথা তো মনেই থাকে না।(প্রাইভেটের কিথা মনে থাকবো কেমনে?)
৫/বেকার থাকলে:কাম-কাজ নাই।বাপের হোটেলে আর কতদিন?(যতদিন কোন কিছু না করতে পারি ততদিন)
৬/বাবা আমি বিয়ে করবো এই কথা বললে:ঠাস ঠাস ঠাস(গাল ডলতে ডলতে ঘর থেকে বাহির হওয়ার ইমু)
বড় ভাই:বড় ভাই জিনিষটা খুবই কনফিউজড।ক্ষতি করবো করবো কইরাও করে না।করতাম না করতাম না কইরাও কইরা ফেলে।তার কমন ডায়ালগ
১/মোবাইল হাতে থাকলে:সারাদিন মোবাইলে কি?দেখি,তোর প্যাটার্ন লক খোল।(সুবোধ বালকের মত খুইলা দিই।)
২/বাইরে দেখলে:এখন বাসার বাইরে কি?যাহ,বাসায় যা।(নিজে বাসার বাইরে বইয়া আছে হেই খবর নাই,আমারে নিয়া টানাটানি)
৩/মারামারি করলে:কার সাথে মারামারি করছোস?নাম ঠিকানা বল।(এইগুলা নিয়া আসলে করেটা কি?)
৪/বাসায় থাকলে:আমার এটা আইনা দে,ওইটা আইনা দে।(নিজের কামের চাকর পাইছে)
৫/ভাই মোবাইলে কথা বলার সময়:বিরক্ত করিস না তো।এখান থেকে যা।(বুঝি,বুঝি,সব বুঝি।)
বড় বোন:এই মেয়ে গুলারে দিয়া কোন কামই হয় না।কেবল ভেজাল লাগানোর তালে থাকে।তার কিছু আবালীয় ডায়ালগ।
১/বাসায় থাকলে:ঘুরাঘুরি করস কেন?যাহ,পড়তে বয়।(নিজের খবর নাই)
২/মোবাইল হাতে থাকলে:আম্মুউউউউউউউউউউউ(কিছু কওয়ার নাই।)
৩/বাসা থেকে আসলে:আসছে তোমার আদরের ছেলে,আম্মুরে শুনাইয়া।(আম্মু কি তোরে কম আদর করে?)
৪/কিছু আনতে রাজী না হইলে:আরেহ,যাস না।দুই টাকা দিমু।(এই এমাউন্ট একটু বাড়ানো যায় না?)
৫/বাইরে বাহির হইতে গেলে:কিরে,এত পাংকু কইরা কার কাছে যাস?(তোর ভাই বড় হইছে এইটা তো বুঝার দরকার আছে)
স্কুল শিক্ষক:এই মানুষগুলোর সাথে কাটানো মুহূর্ত সত্যিই চমৎকার।তাদের বেতের বাড়ির ভয়,আর সন্তানের মত আদরের সাথে এই ডায়ালগ গুলো থাকেই।
ক্লাশে গোলমাল হলে:আরেহ,সবাই চুপ।এটা কি মাছ বাজার পাইছো নাকি?(মাছ বাজার হইলে আমরা কি মাছ বেপারি?)
২/নতুন স্যার আসলে:আজকে পড়া হবে না,সবার সাথে পরিচিত হব।(এর থেকে খুশির খবর আর আছে নাকি?)
৩/রেগে গেলে:ক্যাপ্টেন,আমার ড্রয়ার থেকে বেত টা নিয়ে আসো তো।(খাইছে রে)
৪/অসন্তুষ্ট হলে:এবারের রেসাল্ট সবচাইতে খারাপ হবে।তোরা জীবনে কিছুই করতে পারবি না।(বড় ভাইদের থেকে শুনছি,আপনে তাদেরকেও একই কথাই বলছেন।কিন্তু তারা ভালো পজশনে আছে)
৫/নাম ডাকার আগে:একবার হাজিরা মিস হইলে আর হাজিরা দিব না।(গপ মারেন কেন,)
মুরুব্বি:এলাকার মুরুব্বিরা কখনো কাউকে খারাপ উপদেশ দেয়।আমার বিশ্বাস হয় না।তাদের কিছু উপদেশ বাক্য
১/দেখা হইলে:কেমন আছো?পড়ালেখা কেমন চলছে?(জ্বী,ভাল।সংক্ষেপে উত্তর দিয়া।পালাতে পারলেই বাঁচি।)
২/নামাজের টাইমে:আসো,মসজিদে আসো।(জ্বী,আসতেছি,এই কথা বলেই চম্পট)
৩/খারাপ কিছু নজরে পড়লে:তোমার পরিবারে সবাই ভালো,তুমি এইগুলা কি করতেছো?(আমি তো ভালো ছেলে,কিছুই করি নাই)
৪/মুরুব্বীর অবসর সময় থাকলে:দুনিয়ার কোন কথাই আর বাদ রাখতো না।(আমি শুধু এই কান দিয়া ঢুকাই,আরেক কান দিয়া বাহির করি।)
এলাকার বড় ভাই:এই বাদাইম্মাগুলা কোন কাম করে না।সারাদিন টোঁ টোঁ করাই তাদের কাম।তাদের ডায়ালগ গুলাই আমার সবচেয়ে পছন্দ।
১/ক্রিকেট খেলার সময়:ম্যাচ জিততে হইবো।আমি আগে নামি।পরেরবার তুই আগে নামিস(জন্মের পর থেইক্কা একই কথা শুনে আসতেছি)
২/এলাকায় কোন মাইয়া আইলে:ছোড ভাই,মাইয়াডারে চিনো?(চিনলেও কইতাম না,এইডা শুধুই আমার)
৩/কেউ মারলে:কে তোরে মারছে,একবার বল।ফাটাইয়া ফালামু।(ফাটাইতে গিয়া নিজেই বেশিরভাগ সময় ফাইট্টা আসে)
৪/কোন কাম না থাকলে:ছোড ভাই,গিয়া একটা সিগারেট নিয়া আসো।(ধুর শ্লা,দূরে যাই মর)
৫/মারামারি লাগলে:আমি গেলে মারামারি থাইম্মা যাইবো।আগে দুই একটা মর।এরপর গিয়া থামামু।(চাপা আর কারে বলে)
বন্ধু:এই গুলার জন্যই তো জীবন এত সুন্দর।তারা না থাকলে জীবনটাই থেমে যেত।তাদের ডায়ালগ কি বলে শেষ করার মত?তবুও যা মনে আসেসে,তাই বলছি।
১/পরিক্ষার হলে:দোস্ত কিছুই পারি না।শুধু পাস করাইয়া দে।(আমি নিজেও তো তোর আশাতেই আসছি)
২/মাইয়া দেখলে:দোস্ত,তোগো নতুন ভাবী।(গাছে কাঠাল গোফে তেল দিলেও মানা করতাম না,কিন্তু তুই স্লা তো গাছ না লাগাইয়াই গোফে তেল দিতেছোস।)
৩/পকেটে টাকা আছে বুঝতে পারলে:ছিড়া পকেট নিয়া বাসায় যাইতে হয়।(কি আর কইতাম?)
৪/নতুন কিছু কিনলে: jo tera hein,wo mera hei।এই ডায়ালগ দিয়া সব হাতাইয়া নেয়।(কিছু কইতাম না)।
৫/ফুসকা দোকানে:নিজের টা সাবাড় কইরা, আমি আর তুইই একই তো।এই কথা কইয়া গপাগপ গিলতে থাকে।(ফইন্নির পুতেরা খাস নাই জীবনে)?
৬/প্রেমিকার সামনে:দোস্ত,এই মেয়েটা কালকের টার থেকেও চুন্দ্রী।(হ্লার পুত)
৭/আম্মার কাছে:আন্টি,ফয়েজ তো পড়ালেখা করেই না,সারাদিন টোঁ টোঁ করে।(আম্মায়ায়া,আমি ভ্লা পুলা)
৮/বাড়ির কাজ না নিলে:দোস্ত,আমার জন্য একদিন মাইর খাইতে পারবি না?(তুই শ্লা কবে খাইছোস?)
৯/মোবাইলে কল কইরা:টাকা নাই,ব্যাক কর।(আমি টাকার বস্তা নিয়া বইসা আছি)
১০/মাইর খাইয়া আসলে:কোন__________________,তোরে মারছে?মাইরাই ফেলুম।(এই না হলে বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল???)
লেখকের কথা:
লেখকের যা মনে এসেছে তাই লিখেছে,কারো সঙ্গে মিলে গেলে আমি জানি না।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮