বর্তমানে ক্যামেরা সম্পর্কে ধারনা নেই এমন মানুষ খুব কম।যেকোন মোবাইল অথবা ক্যামেরা কিনতে গেলে আমরা কত কিছুই না দেখি।কিন্তু আপনার চোখ যার অনুকরণে ক্যামেরা তৈরি জানেন কি,বাজারের যেকোন মোবাইল অথবা ক্যামেরার চাইতে কতটা উন্নত অথবা কতটা খারাপ???
চলুন ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে জেনে নিই আপনার চোখের মান।
মনে করুন,আপনার ক্যামেরা ৯০ডিগ্রি পর্যন্ত সকল দৃশ্য স্পষ্ট ধারন করতে পারে।
সে অনুযায়ী আপনার ক্যামেরার পিক্সেল=
৯০*৯০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৩২৪০০০০০০পিক্সেল
=৩২৪মেগাপিক্সেল।
এখানে ০.৩হচ্ছে arc minute (এক ডিগ্রির ৬০ভাগের এক ভাগকে আর্ক মিনিট বলে)।
৯০হচ্ছে peripheral vision যার অর্থ আপনার লেন্স কতটুকু জায়গা ফোকাস করতে পারে তার ক্ষমতা।
৬০কে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হিসেবে ধরা হয়েছে।
এবার আসুন আপনার চোখের মেগাপিক্সেল নির্ণয় করি।
একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার সামনে ঘটে যাওয়া ১২০ডিগ্রি পর্যন্ত যেকোন কিছু সম্পুর্ণ স্পষ্ট দেখতে পায়।
সুতরাং,একজন সুস্থ মানুষের চোখের পিক্সেল =
১২০*১২০*৬০*৬০/(০.৩*০.৩)পিক্সেল
=৫৭৬০০০০০০পিক্সেল
=৫৭৬মেগাপিক্সেল
অর্থ্যাৎ আপনার চোখ ৫৭৬মেগাপিক্সেল ক্যামেরার সমান। কল্পনা করতে পারেন???বাজারে যেকোন ক্যামেরার চাইতে কয়েকগুণ বেশি।
শুধু তাই নয়,মানুষের চোখ উপরনিচে প্রায় ১৩৫-১৪০ডিগ্রি এবং দুই পাশে প্রায় ২০০ডিগ্রি পর্যন্ত দেখতে পারে।
সুতরাং এবার যদি কোন "ব্যাটারি পাবলিক"(চোখে সমস্যা আছে)এমন কেউ তার ক্যামেরা নিয়ে বড়াই করে আপনি,আপনার চোখ নিয়ে বড়াই করুন।
এবার আসুন,আপনার চোখের সম্ভাব্য দাম জেনে নিই।
যেকোন কিছুর মান নির্ণয় করা হয়,উক্ত বস্তুর ফিচারের উপর ভিত্তি করে।মান যত ভালো তার দামও তত ভালো।
সুতরাং,দেখে নিন এক নজরে আপনার চোখের ফিচার:
resolution:576megapixel
bit depth:7.5 bits per second.
frames per second:1000
shutter speed:1/100-1/200
dymaic range:10-14stops
crop factor:X.05
focal length:17mm
angel of view:180degree
ISO:=1000 camera.
একমাত্র ক্যামেরা পাগলা ছাড়া আর বেশিরভাগ মানুষেরই তথ্যগুচ্ছ মাথার উপ্রে দিয়া গেছে।(এমনকি আমারোও)। উক্ত ফিচারের উপর নির্ভর করে বিভিন্ন ক্যামেরা কোম্পানি এবং কিছু বিজ্ঞানী মানুষের চোখের যে দাম নির্ধারণ করেছে তা শুনার পর নিশ্চিত আপনি আপনার এক চোখ বিক্রির জন্য দোকানে দৌড় দিবেন ।আর সেটাই স্বাভাবিক।কারণ বিজ্ঞানীরা আপনার চোখের দাম নির্ণয় করেছে :
(35,268,799)$ dollar
বাংলাদেশি টাকায় যার মুল্য প্রায়
(২৮২,১৫,০৩৯২০)টাকা মাত্র। এই টাকার শেষেও যদি মাত্র লেখা লাগে তাহলে কেমন লাগে??? (এক ডলার=৮০টাকা ধরে)
যাই হোক,অনেক আজাইরা প্যাঁচাল করলাম।যদি এই আজাইরা প্যাঁচাল থেকে আপনাদের কিছু জানানো যায় তাতেই আমি স্বার্থক।কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
তথ্যসূত্র :দাম এবং ফিচার বলতে গেলে এইখানথেকে নেয়া।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১:২৪