বৃষ্টিকে আমি আর বৃষ্টি বলিনা, বলি বেদনা।
অঝোরে কান্নার মত ঝরে। জলের 'পরে জল।
গাছের পাতায়, ঘরের চালে, সবচেয়ে বড় পাতার
ধারে, শব্দের 'পর শব্দ করে। বিরহী বঁধূর অপেক্ষমান
চুড়ির করুন ঝঙ্কারের মতন।
বৃষ্টি এতই করুন ! এতই বিষন্ন !!
আকাশ এত কাঁদে কেন !
সারা রাত সারাক্ষণ।
এত দু:খ কেন !
কী বেদনায়, কী যন্ত্রনায়!
বৃষ্টিকে আমি আর বৃষ্টি বলিনা,
বলি বেদনা !
বলি যন্ত্রনা !