যদি বলা হয়, বাংলাদেশে সব চাইতে জনপ্রিয় চ্যানেল কোনটা?
সবাই এক বাক্যে নির্দ্বিধায় উত্তর দিবে " স্টার জলসা "
আর যদি বলা হয়, সবার প্রিয় ধারাবাহিক নাটক কোনটা?
আমার বিশ্বাস শতকরা ৯০ ভাগ মানুষ উত্তর দিবে, ' ঝিলিক ' মানে " মা " নাটক।
এই নাটকের অত্যাচারে বাসায় শান্তি মত কিছুই দেখতে পারি না। থাক এই সব দুঃখের কথা।
যাই হোক একটি গল্প বলি।
আমার মা খুব খুব খুব খারাপ। আমি মাকে দেখতেই পারি না মা ও আমাকে দেখতে পারে না। এক বার পাশের বাসার আন্টির সাথে ঝগড়া লাগলো মা। আমি কি করবো আন্টির সাথে গিয়ে কি যোগ দিব নাকি আমার মায়ের পক্ষে থাকবো?
মা ভিষণ খারাপ, হাজার হলেও নিজের মা। যোগ দিলাম মায়ের সাথে। (ঘটনাটি এক বার শুনেছিলাম কারও কাছে)
মানলাম আমাদের দেশের নাটক খারাপ, কিন্তু তারপরেও তো আমাদের দেশের নাটক। সবার উচিত .....................
অনেক কষ্টের পরেও বাংলা নাটক দেখতাম। আমার দেখা কয়েকটি সেরা নাটকের নাম বলছি ...
শুরুতেই ntv র ধারাবাহিক নাটক
১। fnf (অসাধারণ এক নাটক)
২। fifty50 ( কি আর বলবো আবেগ হাসি সব এক সাথে)
৩। গ্রাজুয়েট (জাহিদ ভাই এর অসাধারণ ইংলিশ বলার নাটক)
৪।চাঁদের নিজের কোন আলো নেই (তিশার একদম পার্ফেক্ট অভিনয় ,যা অনেক কে কাদিঁয়েছে)
৫। হাউসফুল ( মোশাররফ আসলেই বস)
৬। রূপকথা ( কেমন যেন এক জটিল কাহিনী)
এবার বাংলা ভিশনের নাটক
১। পাঠীগণিত ( মোশাররফ আর তিশা দুজনে অনেক ভালো অভিনয় করছে)
২।লংমার্চ (রোমাঞ্চকর আর হাসির সেই নাটক। না দেখলে আমি মনে করি অনেক বড় কিছু মিস করবেন)
৩।হাড়কিপটে ( এই নাটকের কথা আর বললাম না)
আপাতত সবাই ভালো থাকবেন "শুভ রাত্রি "