৫২
ইচ্ছে করে পালিয়ে যাই
শহর ছেড়ে, গ্রাম ছেড়ে, শেষ তুমিও
পিছুটানের বালাই ভুলে হারিয়ে যাই
এমন কোথাও- নিজের মতন একলা একা
কেউ যেন আর খুঁজে না পায়,
তুমিও না...
৫৩
দরবার শেষ হলে রাজাও বেহায়া হয়ে উঠেন
দীর্ঘ চুমুর আলিঙ্গনে,
প্রজারও প্রজা হন বিনা শর্তে
রাজ্য ভাসিয়ে দেন মাতামহুরীর জলে।
ঈশ্বরের এই গোলক ধাঁধাঁয় সবার একি রুপ
বনজ সূরঙ্গ খুঁড়ে জলের কোলাহল।
৫৪
মৃত্যু দেখে এত ভয়
অথচ প্রতি মুহুর্তে মৃত্যুর আলিঙ্গনে বাঁচি।
মৃত্যু অদৃশ্য বলে আগামী দিনের কথা ভাবি।
দৃশ্যমান মৃত্যু, আমাকে স্বরণ করিয়ে দেয় আমার ক্ষনস্থায়ী আয়ুর কথা।
সমস্ত পাপ পঙ্খিলতা থেকে তওবায় ফিরতে ফিরতে আবার ভুলে যাই ঈশ্বর ভাবনা।
৫৫
এই দীর্ঘশ্বাসের কোন এক বাঁকে আমার মেঘবালিকা’র বাড়ি
সেই কোকিল ডাকা শিমুল তলী’র কাঁচা মাটির ঘাট
আমার হারিয়ে যাওয়া পুরোনো সেই দিন
সেই রুপের আগুন আজো পুরায়
শোধ হয় না ঋণ।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫