আমার ভবিষ্যৎবাণীই সত্যি হলো। ড্র নয়, সত্যিই জিতল বাংলাদেশ। দল নিয়ে হতাশ আর নিন্দুকদের মুখে ছাই দিয়ে বাংলাদেশ জিতল ইতিহাসের দ্বিতীয় টেস্ট।
স্কোর কার্ড : বাংলাদেশ ২৩৮ এবং ৩৪৫ (তামিম ১২৮, সামি ৫/৭০)
ওয়েস্ট ইন্ডিস ৩০৭ এবং ১৮১ (বার্নাড ৫২, মাহমুদুল্লাহ ৫/৫১, সাকিব ৩/৩৯)। ৯৫ রানের ব্যাবধােন িজতল বাংলদেশ।
তামিম আর জুনায়েদের ব্যাটিংয়ের পর জ্বলে উঠলেন স্পিনার মাহমুদউল্লাহ আর ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব। পার্টটাইম স্পিনরা আশরাফুল যোগ্য সঙ্গ দিলেন, সপ্তম উইকেটে ব্রকথ্রু দিয়ে।
অভিনন্দন বাংলাদেশ দলকে। অভিনন্দন বিজয়ের নায়কদের।
(ওয়েস্ট ইন্ডজের দ্বিতীয়/তৃতীয় সারির এই দলের বিপক্ষে জয়ে গৌরব খুব বেশি নেই ঠিকই, কিন্তু পরাজয়ে হতে পারতো সমূহ সবর্নাশ।)
**বাংলাদেশ দল নিয়ে যারা তীব্র হতাশ ছিলেন, যারা নিরাশা ব্যক্ত করেছেন, তাদেরও বলি, আসুন, অভিনন্দন জানাই বাংলাদেশ ক্রিকেট দলকে।
বাংলাদেশের সাফল্য অব্যাহত থাকুক।