আমার একটা সামান্য আবেদন ছিল । প্রশাসন একটু নজর দিলে ভাল হত। এ কথাটি অরণ্যে রোদন বললাম এজন্য যে আজকাল অত্যাচারিত হয়ে প্রশাসন নিজেই সাংবাদিক ডেকে আনুষ্ঠানিকভাবে কাঁদছে। আবার কান্নাকাটির জন্য বদলিও হচ্ছে অহরহ।





তবুও আমার আবেদন খানা আইন শৃ্ঙখলা রক্ষাকারী বাহিনী এবং সংশিষ্ঠ প্রশাসনের কাছেই।সমস্যটায় আর কেউ পরেছেন কিনা জানি না তবে আজকাল আমি প্রায়ই এটাপ খেয়াল করছি।
আমার অফিস কুনীপাড়া এলাকায়। বেতন কম পাই তাই খরচ কমাতে তাই পায়ে হেটে মহাখালী আসি লোকাল বাস ধরার জন্য। কিন্তু ইদানিং মহাখালী বনানী রাস্তার পুটপাত দিয়ে হাটতে থাকলে এ সমস্যাট হয় । গোবেচারা কেই হেটে যাচ্ছে দদখা যাবে এক জায়গায় কিছু রোক জটলা পাকিয়ে দাড়িয়ে আছে । ওদের সাথে চোখাচোখি হওয়া মাত্রই বিশেষ ভংগিতে আহ্বান করে মামা লাগবে নাকি ভাল ......আছে। আনেক সময় এরা পথচারীদের পেছন পেছন আনেক দুর পর্যন্ত আসে। আর বিভিন্ন অশ্রাব্য কথা বলে মনুষকে ডাকে। দুঃখ হয় যখন দেখি একটু দুরেই পুলিশ দাড়িয়ে আছে নির্বিকার । মনে হয় এরা দুনিয়ার এ ব্যপারটা নিয়ে জানেনা অথবা ওরা যেন জন্মের বধির কানে শোনে না। অবশ্য আমরা তো বুঝি মাুদের না দিয়ে এরাও খায়না । তাই মামুরাও মনে হয় এরকম সহায়তাই করে এসব দালালদের। কাজেই প্রতিকার চাব কার কাছে?
আনেক সময় ফার্মগেট, শাহবাগ, বাংলামোটর বা মগবাজার এলাকার ফুটপাত দিয়ে হাটলে বা ফুটওয়ে ওভারব্রিজে উঠলে অনেকে পাশ কাটিয়ে যাবার সময় হাতে এ টুকরা কাগজ ধরিয়ে দেয় যাতে থাকে কোন হোটেলের নাম ঠিকানা আর মোবাইল নম্বর। এসব কাজ করা হয় অবলীলায় যেন ওদের পেশাট বৈধ আর সবার সেখানে যাওয়া দরকার । একবার ভাবুনতো স্কুল বা কলেজগামী টিন এজ ছেলেদের উপর এতে করে কী প্রভাব পরছে?। অথবা আপনি কোন আত্মীয় যেমন মামা চাচা এদর সাথে যওিয়ার সময় এদর আহ্বান কেমন আবস্থার জন্ম দেয়। সমাজ থেকে কি তাহলে সব উঠে গেল নাকি । আর এদের কতজনের এই ব্যবসঅ করার অনুমতি আছে?
অবশ্য প্রশাসন যদি সমাজের এ অবস্থা দেখতে চায় সেটা হল এদের গোপন ব্যপার । তাহলে তো বে আনি বলে আর কিছু থাকল না। কাজেই আমারা এ ঘটনার তীব্র ন্ন্দিা জানানো পুর্বক এর প্রতিকার কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ দুপুর ২:২৩