“ন্যাশনাল ইয়থ সার্ভিস বা জাতীয় যুব সেবা” কি?
সরকারি (ক্যাডার, নন ক্যাডার যেখানে স্নাতক নুন্যতম যোগ্যতা) চাকুরিতে আগ্রহীদের জন্য বাধ্যতামূলক ২ বছর জাতীয় জুব সেবা চালু হবে। এই সময়ে যে কোন স্নাতক ও স্নাতকোত্তর পাশ করা যুবক “নগরে বাঁচার উপযোগী” মধ্যমান বেতন পাবেন। যেহেতু এখানে বেতন দেয়ার দায় থাকবে সরকারের তাই যেনতেন ভাবে পাশ করানোর সারকারি টেন্ডেন্সি কমে আসবে বরং শিক্ষা মান বৃদ্ধিতে সরকারের ঝোঁক আসবে। এর উদ্দেশ্য হবে প্রশাসন সংশ্লিষ্ট ডোমেইন গুলোর ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রণয়ণ ও বাস্তবায়নে ইন্ডাস্ট্রি স্টান্ডার্ড পর্যাপ্ত ট্রেনিং এর সুযোগ করা, কাগুজে কিংবা গল্প নির্ভর ট্রেনিং এর পরিবর্তে হাতে কলমে হিউম্যান ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু, ম্যানেজমেন্ট, রিসার্চ ও ইঞ্জিনিয়ারিং ইমপ্লিমেন্টেশন সবগুলো ফ্লোরে উচ্চ মান ওয়ার্ক ফোর্স তৈরি, উচ্চ মান ডেটা এনালিস্ট ও ফোরকাস্ট মেকার্স তৈরি করা, হাজার বছর ধরে লালিত দেশজ কৃষি মৎস্য ও শিল্পের টেকসই প্রাকৃতিক জ্ঞানকে সমৃদ্ধ করা ও সামনে এগিয়ে নেয়া, সর্বোপরি দেশ সমাজ ও নাগরিকের প্রতি দায়বদ্ধ পেশাদার নাগরিক তৈরি করা।
ন্যাশনাল ইয়থ সার্ভিসের ট্রেনিং স্কোপ এরকম হতে পারে (উদাহরণ)
১। প্রথম মাস সেনা নৌ বিমান বাহিনী, ডিক্টেটিভ ব্রাঞ্চ সমূহ ও সীমান্ত রক্ষা ফোর্স গুলুতে ট্রেনিং হবে।এখানে দেশের শৃঙ্খলা নিরাপত্তার কৌশগত দিকগুলো উঠে আসবে। ২য় মাসে পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সমন্বয়ে সম্মিলিত আন্ত বাহিনী গুলোর অভ্যন্তরীণ মানব ব্যবস্থাপনা চ্যালেঞ্জ, পরিচালনা ভিত্তিক ট্রেনিং দেয়া হবে। এখানে স্বাস্থ্য সম্মত দৈনন্দিন জীবন যাপনের শৃঙ্খলা দেয়া হবে।
২। ৩য় মাসে দেশের সবগুলো অঞ্চলের উৎপাদন অর্থণীতির উপর পড়ানো হবে। একেবারে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে দেশের সবগুলো এলাকার কৃষি মৎস্য শিল্প এবং অন্যান্য উৎপাদনের, সাপ্লাই চেইন, পণ্যের ট্রান্সপোর্টেশন ও বাজারজাত করণ সম্পর্কে সম্মক জ্ঞান দেয়া হবে। এখানে কিছু লোকেশন বেইজড কেইস স্ট্যাডী (থিসিস টাইপ) দেয়া হবে।
৩। সরকারী আইন এবং ইন্টার ডিপার্টমেন্টাল ফাংশনালিটির উপর ট্রেনিং হবে- ৩ মাস (ইন্টার্ন শীপ-পরিকল্পনা, সংসদ,বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন ইমপ্লিম্নেটেশন প্রজেক্ট, একাডেমিক ফিল্ড রিলেটেড মন্ত্রণালয় এর আইন এবং ওয়ার্ক প্রসেস ফ্লো সম্পর্কিত জ্ঞান। এই তিন স্তরে ৬ মাসের ইনতেন্সিভ ট্রেনিং সমাপ্ত হবে।
৪। চতুর্থ ধাপে শুরু হবে সার্ভিস দেয়া। কালচারাল ডাইভার্সিটি জানা বুঝা ও এক্সেপ্টিবিলিটির জন্য নিজ জেলার বাইরে ভিন্ন জেলায় ৬ মাসের শিক্ষা এটাচমেন্ট, প্রাথমিক স্কুলে ৩ মাস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কিংবা কারিগরি শিক্ষায় ৩ মাস।
৫। নিজ একাডেমিক ব্যাকগ্রাউন্ড (কলেজ ও বিশ্ববিদ্যালয়) এর রোলে ১ বছরের ন্যাশনাল জব সার্ভিস।
এই পুরো সময় (২ বছর ) সরকার একজন গ্রাডুয়েটকে বেতন দিতে বাধ্য থাকবে, একটি মানসম্পন্ন কিন্তু ফ্রেশারস স্কেলে।
এই পুরো প্রক্রিয়ার জন্য সরকারি এবং বেসরকারি শিক্ষা মানের সমন্বয় করতে হবে, মানে গ্রাডুয়েশন ডিগ্রির কি ধরনের শিক্ষা মান থাকলে সেই প্রতিষ্ঠানের গ্রাডুয়েট কে সরকার ঐ প্রতিষ্ঠানের গ্রাজুয়েটদের ইন্টার্ন হিসেবে এব্জরব করতে বাধ্য থাকিবে। এই স্ট্যান্ডার্ড সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে নির্ধারিত শিক্ষা মান নিশ্চিত করনে বাধ্য করবে। সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় যাদের শিক্ষা মান নিয়ে প্রশ্ন রয়েছে, যাদের স্নাতকদের চাকরির বাজারে চাহিদা কম এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের বিরুদ্ধে নাম সরবস্ব সার্টিফিকেট এডুকেশন দেয়ার অভিযোগ রেয়েছে, তাদের সবাইকে শিক্ষা স্টান্ডার্ডের মধ্যে আনতে হবে। ইউথ সার্ভিসের বিধান শিক্ষা জীবন কন্টিনিউ করা পোষ্ট গ্র্যাড শিক্ষার্থী দের বেলায় প্রযোজ্য হবে না বরং তাঁদের শিক্ষা সমাপনী সাপেক্ষে সরকারি চাকুরি কিংবা শিক্ষকতায় আগ্রহীদের বেলায় বাধ্যতামূলক। যুব সার্ভিসের কোন বয়স সীমা থাকবে না, থাকলেও তা ৫০ বছর অবদি হবে।
বর্তমানের মেডিক্যাল ইন্টার্নশিপের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসবে। বর্তমানের ১ বছরী ইন্টার্ন ব্যবস্থাকে বাধ্যতামূলক একাডেমিক এটাচমেন্ট এর ৫ নং হিসেবে গণ্য করা হবে, যা সময়ের হিসেবে প্রথমে আসবে। সরকারি চাকুরী প্রার্থীদের জন্য ন্যাশনাল ইয়ুথ সার্ভিসের বাকি স্টেপের ১-৩ বাধ্যতামূলক থাকবে, ৪ নং এর শিক্ষা এটাচমেন্ট অপশনাল হবে।
সব ধারার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী ন্যাশনাল সার্ভিসে চাইলে আসতে পারেন, সরকার তাঁদের “জুব সেবা কন্ট্রাক্ট” দিতে বাধ্য থাকবে। সরকারি জব এ ইন্টারেস্টেড না এমন স্নাতক শিক্ষার্থী ডিক্লেরেশন দিয়ে ন্যাশনাল ইয়ুথ সার্ভিসকে ডিনাই করে সরাসরি বেসরকারি জব করতে পারেন। সেক্ষেত্রে উনাকে একটি নির্দিস্ট সময়ের রি ডিসিশন টাইম দেয়া যেতে পারে (যেমন সর্বোচ্চ ৫ বসর)। স্নাতকোত্তর পর্যায়ের পর ডক্টরাল,পোস্ট ডক্টরাল করা কিংবা রিসার্চ ফেলো গণ ন্যাশনাল সার্ভিস এর ৪ ও ৫ নং আওতামূক্ত, উনারা শুধু ৬ মাসের ইনটেন্সিভ ট্রেনিং নিবেন। শিক্ষকতা, গবেষণা, উচ্চ শিক্ষার রিসার্চ ও রাষ্ট্রের যেকোন পর্যায়ের এনালাইসিস ও পরিকল্পনা কাজে ৬ মাসের ট্রেনিং সাপেক্ষে যে কোন বয়সে সিভিল সার্ভিসে ইন্টেলেকচুয়াল এসেট হিসেবে ডক্টরাল ও পোষ্ট ডক্টরাল নাগরিক ঢুকতে পারবেন।
ইউথ সার্ভিসের ১ম থেকে ৫ম সবগুলো স্তরে মেধা যাচাই ও এসেমেন্ট স্কোর থাকবে। যার সাপেক্ষে ক্যান্ডিডেইটকে সরকারি জবে পার্মানান্টলি রিক্রুট করা হবে সিরিয়াল ধরে, চয়েচ বেইজড অটোমেটেড সফটওয়্যার সিস্টেমে। এর বারে কোন ধরণের বৈষম্য সৃষ্টি করা লিখিত বা ভাইভা পরীক্ষা নেয়া যাবে না। বেসরকারি কোম্পানি রাও এই রিসোর্স রিক্রুট করতে পারবেন, তারা সরকারকে একটা মানব সম্পদ উন্নয়ন ফি দিলে ব্যাপারটা আর্থিক মডেলে টেকসই হবে।
BCS এবং আলাদা আলাদা ভাবে নিয়োগের সকল প্রথা বিলুপ্ত হবে
প্রাইমারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষক সহ সকল সরকারি আধা সরকারি এই একই সিস্টেমে ব্যক্তির ঝোঁক, চাকুরির প্রাপ্যতা ইত্যাদি সাপেক্ষে নির্ধারিত হবে। সিভিল সার্ভিসে এর বাইরে কোন মান থাকবে না, কোন পরীক্ষা থাকবে না।
ন্যাশনাল ইয়ুথ সার্ভিস এর ৫টি ধাপ কঠোর ভাবে মান নিয়ন্ত্রিয়ত গ্রেডিং এর আওতায় আসবে (পরীক্ষা, প্রেজেন্টেশন, লিডারশীপ, ইন্নোভেশন এবং ক্রিয়েটিভিটি ইত্যাদির মানদণ্ডে)। এই গ্রেডিং এবং একাডেমিক রেজাল্ট সরকারি ক্যাডার জবের অন্তর্ভুক্তিতে সরাসরি বিবেচ্য হবে। অন্য কোন ধরেনের পরীক্ষা, ভাইভা, সুপারিশ, এপ্টিচুড টেস্ট নেয়া যাবে না। এই প্রক্রিয়ায় বেরিয়ে আসা স্টুডেন্ট সক্ষম হতে বাধ্য। এই পুরো ধাপে রাজনৈতিক দুরবিত্তায়ন ঠেকিয়ে অটোমেটেড ও মেধা ভিত্তিক জন প্রশাসন গড়া সহজ হবে।
ন্যাশনাল সার্ভিস এর যে কোন ক্যাডার চাইলে বেসরকারি জব এ যেতে পারবেন। ন্যাশনাল সার্ভিসের ২ বছর প্রফেশনাল জব সার্ভিস হিসেবে গন্য হবে এবং এর স্বীকৃতি জব এক্সপেরিয়েন্স সার্টিকফিকেইট এর মাধ্যমে প্রদান করা হবে।
কস্ট মডেলঃ
২৫ লক্ষ শিক্ষার্থী JSC এনরোল করছেন, ২০ লক্ষ শিক্ষার্থী SSC, ১৫ লক্ষ HSC। প্রায় ১০-১২ লক্ষ নিয়মিত পাশ করছেন। ফলে প্রায় আনুমানিক ১০ লক্ষ স্টুডেন্টকে ২ বছর বেতন দিতে হবে। ১৫ হাজার করে হলে ১টি ব্যাচে সরকারের মাত্র ১৫০০ কোটি খরচ করতে হবে। যেহেতু ২ বছর মেয়াদি সার্ভিস, তাই দুটি সমসাময়িক ব্যাচ থাকবে একসাথে, ফলে বছরে ৩ হাজার কোটি খরচ হবে। বর্তমানের ৪.৫ লক্ষ হাজার কোটির বাজেটে মাত্র ৩ হাজার কোটি কিছুই না। বরং উন্নয়ন প্রকল্প গুলোতে এই এমাউন্ট শুধু ব্যয় বৃদ্ধি হিসেবেই দেখানো হয়।
এক্সপেন্ড স্টেইট ফান্ড ফর এ পারপাজ!
ডোন্ট জাস্ট লুট ইট!!!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৬