পাহাড়ধস/ভূমিধস কি?
ভূমিধস বা পাহাড়ধস (Landslide) হচ্ছে আভিকর্ষিক প্রভাবে অপেক্ষাকৃত শুকনা ভূখন্ড, শিলা(পাথর) বা উভয়ের প্রত্যক্ষভাবে নিম্নমুখী অবনমন বা পতন।
কেন হয়?
প্রাকৃতিকঃ অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢালের মাটি নরম, পিচ্ছল হয়ে যায়। ফলে তা নিচের দিকে ধসে পড়ে।
মানবসৃষ্টঃ অপরিকল্পিত বসতি স্থাপন ও পাহাড় কাটার কারণে মাটির ভারসাম্য নষ্ট হয়। অতিবৃষ্টি তখন একটি ‘ট্রিগার’ হিসেবে কাজ করে। ফলে ভূমিধস হয়।
কোথায় হয়?
মূলত পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবানের পাহাড়ি এলাকায় হয়ে থাকে।
কারা ক্ষতিগ্রস্থ হয়?
যারা পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ এলাকায় বসতিস্থাপন করে। পাহাড়ধসের ফলে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়। দেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্থ হয়। ২০০৭-২০১৭ সনে জেলা প্রশাসনের সূত্র অনুযায়ী প্রায় ৩২৭ জন মৃত্যুবরণ করেছে। বাস্তবে আরো বেশি মারা যেতে পারে। আহতদের সংখ্যা আরো বেশি।
কখন হয়?
বিগত এক যুগের তথ্য অনুযায়ী জুন-সেপ্টেম্বর মাসে পাহাড়ধসের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। অর্থাৎ বর্ষাকালে পাহাড়ধসের প্রবণতা বেশি।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০