সময় চলে গেছে, সময় চলে যায়। স্থির হয়ে বসে থেকেও লাভ নেই কোন, ধীর পায়ে চলে গেছে পায়ের ছাপ ফেলে অস্পৃশ্য সময়। ধূলিকণা জমে জমে গাঢ় থেকে গাঢ় হয় পদচিহ্ন। হঠাৎ করে ঘুরে ফিরে চলে যাই সেখানে, যেখান থেকে শুরু দুর্বল পায়ে অসমতল পথ চলা। ফিরে আসার পথ ধরে জীবনের বাঁকে বাঁকে ধ্বনিত হয় সুখ ও দুঃখ নিনাদ।
শিশিরে স্নান, ব্যদনায় ম্লান.......
ফুলেল মধু, শুভ্রতায় বধূ......
নীলে নীলে নীল, দুঃখ মিছিল......
বিপরীত মুখ, একই বৃন্তে সুখ......
আজ ও আগামী, দুইয়ে মিলে অগ্রগামী......
ব্লগে বসে থেকে থেকে ৩ বছর কেটে গেলো, ব্লগ পাড়ায় কতো কিছু ঘটে গেলো। এখন ব্লগ পাড়ায় আড্ডা, মারামারি-কাটাকাটি, উৎসব ও প্রেম আর আগের মতো জমে না। রোজ অফিস থেকে ব্লগ পাড়ার রাস্তা ধরে বাড়ি ফিরি; রঙ চঙ্গা জামা আর চোখে রোদ চশমা আঁটা পাড়ায় নতুন আসা যুবক যুবতীদের দেখতে নেহাৎ মন্দ লাগে না। তবুও পাড়ার চায়ের দোকানের রাত জাগা সেসব পুরনো মুখদের ফিরতি পথে খুব মিস করি!
কত শত ভুল তুলে নিও ফুল, রেখো যতনে........
সন্ধ্যা নামলে বুঝি রাত শেষ হতে ঢের বাকি, নিঃশব্দে ধীর পায়ে মেঠো পথ ধরে এগিয়ে চলার নামই হয়তো জীবন.......