নূপুর, " আরেকটা বিকেল চলে যাচ্ছে আর কিছুক্ষণ পর সূর্য টাও ডুবে যাবে... এক ধরনের বিষণ্ণতা পেয়ে বসেছে আমাকে। খুব ক্লান্ত লাগছে ভেতরে। বুকের ভেতরটা ফাঁকা হতে হতে আজকাল প্রচণ্ড শূন্য শূন্য লাগে। কি যেন খুব ভেতরে থেকেও ভেতরে নেই...অনেক দূরে কোথাও। শুধু ভেতর টাই বা কেনো, আমার চিন্তায়, আমার সত্তায় যতোটা যে দেখা যায় আর দেখা যায়না তার সবই খুব খালি খালি আজকাল, তোমারও কি ঠিক তাই? এক আকাশের নিচেই যদি বাস তবে বার বার প্রতিবার, প্রতিদিন কেন দেখা হয়না? পরন্ত বিকেলের সাথে দেখা হয়, ডুবন্ত সূর্যের সাথে দেখা হয়, ঘরে ফেরা পাখীদের সাথে দেখা হয়, তোমার সাথে কেন হয়না, নূপুর? এই যে প্রতিদিন এতবার কষ্টদের সাথে দেখা হয়, দীর্ঘনিঃশ্বাসের সাথে দেখা হয়, হৃদপিণ্ডের ভাঙনের সাথে দেখা হয় তবে তোমার সাথে কেন হয়না, নূপুর? অপেক্ষায় নাকি একদিন সবকিছু মেলে তবে প্রতিবার অপেক্ষায় কেন পারিনা দেখতে তোমার ওই মুখ? আমার কাছে এক সময় সকাল মানে ছিলো শুধুই সকাল, বিকেল মানে ছিলো শুধুই বিকেল। আর আজ সময়ের হিসেব আর সময়ের চলে যাবার মানেই অনেক মুহূর্ত তোমায় না দেখে পার করা। কষ্ট আর ভালোবাসা, ভালোবাসা আর কষ্ট, কে কাকে ছুঁয়ে থাকে? সেই উত্তর আমার জানা নেই, আমি শুধু আমার দাবী দাওয়া জানি, আমার চাওয়া আর পাওয়ার কষ্ট জানি, বুকের ভেতরে হিম শীতল শুন্যতা জানি, নির্ঘুম রাতের হাহাকার জানি আর শুধুই তোমাকে জানি যে ভালোবেসে আমায় ভালোবাসতে শেখালো।" নক্ষত্র।
ফারজানা মিতু
উপন্যাস- আমার অদৃষ্টে তুমি
বইমেলা ২০১৬, দিব্য প্রকাশ
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৯