হুম, চলো লিখি৷
একসাথে৷
তুমি এক লাইন লিখবে, পরেরটা আমি!
মাঝে-মাঝে শব্দ হারিয়ে ফেলবে, আমি খুঁজে দেবো৷
পারবো; দেখো৷
তোমার জন্য লেখা গল্পটা এখনও শেষ করতে পারিনি, জানো?
হারিয়ে ফেলেছি সব!
আসবে তুমি?
খুঁজে দেবে আমার হারিয়ে যাওয়া কথাগুলো,
দেবে না?
তুমি-আমি দুজনে মিলে গড়বো কবিতার ঘর!
কবিতারা ছড়িয়ে থাকবে চারিদিক!
কবিতায় হারিয়ে যাবো দুজন!
কবিতা নিয়ে গল্পে হারাবো, তারপর তা হবে উপন্যাস; জীবনের বড় গল্প৷
ট্র্যাজেডি হবেনা কিন্তু, বলে দিলাম৷
ট্র্যাজেডির তো কোনো শেষ নেই; বিচ্ছেদ কি করে শেষ হয় বলো?
শেষটা হবে একসাথে৷
ঠিক কবিতার শব্দেরা যেমন চিরকাল পাশাপাশি থাকে, তেমন৷
হোক তা এক লাইনের, হোক সেই মিলন শেষ কিছু নিঃশ্বাসে!
তবুও ট্র্যাজেডি হতে দেবো না, তুমি দেখে নিও৷
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৫