একটা নিহত দিনের সবটুকু মায়া মাটির আধারে গেঁথে রেখে
ক্ষয়িষ্ণু স্মৃতির বুকে লুটিয়ে পড়ে দিশেহারা চোখ
ক্ষুব্ধবাক পিঁপড়ের রাশি চঞ্চলতা ভুলে গিয়ে খুবলে খায়
দুর্বৃত্ত ঘাস। একজোড়া সংশপ্তক কাক আচানক ডানা ভেঙে
মাটিতে ঝরে পড়ে; অদূরে খা-খা অন্ধকার
অনির্বাণ বোধের ভেতর জ্বলছে জীবন
চলো, জীবনকে খুঁড়ে দেখি-
তুমি এক বিশুদ্ধ বাগান; সারে সারে চারাগাছ; ডালে ডালে কিশলয়,
আমৃত্যু অফুরন্ত ঘ্রাণ।
এ জীবন তুচ্ছ, অর্থহীন নয়
ঘা খেয়ে মুষড়ে যাবার নয়
জীবনকে খুঁড়ে দেখি, চলো-
গভীরে অমোঘ রত্ন, এ জীবন হারাবার নয়
খুড়িয়ে খুড়িয়ে হাঁটতে এ জীবন নয়
গহিন দহনে বিজয় চমকায়
চলো, জীবনকে খুঁড়ে দেখি-
হেসে ওঠে সুবর্ণ বিকেল পিঠে রেখে দুপুরের সুখ
দূরের আকাশ উড়ে যায়, পালকে একগুচ্ছ হলুদাভ মেঘ
বাতাস বিদীর্ণ করে জরাজীর্ণ ধুলোর শরীর। একঝাঁক মৌমাছি
ঘুম ভুলে উল্লাসে ফেটে পড়ে। ঝিমখাওয়া সময়কে খামচে খেতে খেতে
সতেজ ঘাসের মতো লকলকে চোখে থরে থরে জেগে ওঠে বিশুদ্ধ জিগীষা
চলো, খুঁড়ে দেখি- জীবন এখানেই; এখানেই সব রং, রূপ ও নির্যাস-
এ জীবন তোমারই।
১৩ মার্চ ২০১৪
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৭