জনতাই সকল ক্ষমতার উৎস, আবার প্রমাণিত হলো। বাংলাদেশ আবার স্বাধীন হলো।
সাবাস বীর বাঙালি, সাবাস জনতা, তোমাদের জানাই প্রাণঢালা অভিবাদন।
সকল শাসক ও তার তোষামোদকারী দালালদের মনে রাখতে হবে, জনগণের কথা না বললে, জনগণকে গালি দিলে তার পতন হবে শেখ হাসিনার মতোই। শেখ হাসিনার মতো অহঙ্কার ও জেদ দেখিয়ে কথায় কথায় মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করলে তার পরিণতি হবে শেখ হাসিনার মতো। জনগণকে শত্রু মনে করা যাবে না, জনগণকে শত্রু বানিয়ে ফেলা যাবে না। তিনি হয়ত বিপদ আসন্ন জানতে পেরেই বোনকে নিয়ে পালাবার একটা সুযোগ পেয়েছিলেন, নইলে জনগণ যেভাবে গণভবনে ঢুকে গিয়েছিল, রোমানিয়ার চসেস্কুর চাইতেও তার অবস্থা ভয়াবহ হতে পারতো। বাংলার ইতিহাসে সবচাইতে কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে, ২৫০এর অধিক মানুষের প্রাণ খেয়ে খুবই ন্যাক্কারজনকভাবে দেশ থেকে পালিয়ে গেলেন তিনি। দেশের জন্যও একটা বড়ো লজ্জার বিষয় নিঃসন্দেহে।
আগামী দিনের শাসকগণ যেন জনগণের শাসক হয়, জনগণের দ্বারা জনগণ থেকেই যোগ্য শাসক নির্বাচিত হয়, আমার সোনার দেশের জন্য সেই শুভ কামনা। এত রক্তপাত, এমন নৃশংস স্বৈরাচার আর দেখতে চাই না।