কিছু লোক নিজের ভুল বুঝতে পারবে না
কিছু লোক ভুল না করেও পস্তাবে
কিছু লোক কোনোদিনই ভালো হবে না
কিন্তু কিছু ভালো লোক পচে যাবে
কিছু লোক অন্যকে বুঝবে না কোনোদিন
অথচ তারা চাইবে অন্যরা তাদের বুঝুক
কিছু লোক অযথাই অন্যকে খোঁচাবে, ঠ্যাঙাবে
এতেই রয়েছে যেন জন্মের সুখ
কিছু লোক সততই অসৎ অথচ
অন্যদেরকেই ‘অসৎ’ ঠাওরাবে-
যেমন একজন খুনি সাত-সাতটা খুন করে
সাত-বার ফাঁসির কাষ্ঠে ঝুলে প্রাণ হারাবে
তারপর কবরে শুয়ে শুয়ে বলবে – আমি সম্পূর্ণ নির্দোষ
আদালত আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে-
আর তার নিমকখেকো ইতর অনুসারীদের দেখবেন-
ব্যস্ত পথের পাশে ঐ খচ্চর খুনির নামে মাজার গড়েছে
যে চুরি করে সে অন্যকে ‘চোর’ ডাকে
যাতে তার সাধুতা নিয়ে না হয় সন্দেহ
রাজাকারের বাচ্চাদেরকে দেখবেন, যাকে-তাকে ডাকছে ‘রাজাকার’
যাতে ‘তুই রাজাকারের পোলা’ তাকে না বলে কেহ
সেদিন মর্মে মর্মে বুঝবে, তোমারই সব ভুল ছিল-
যেদিন তুমি বুঝবে নিজের ভুলগুলো;
সেদিন নিজেকে নিজেই করবে না ক্ষমা
টেনে-খিঁচড়ে ছিঁড়বে মাথার চুলগুলো।
ভুল তুমি করবেই মনা-
সকলেই কমবেশি করে থাকে ভুল
মহতেরা ভুল করে অচিরেই ক্ষমা চায়
নির্বোধে নাক-খতে শোধ করে ভুলের মাশুল।
১৯ ডিসেম্বর ২০২৩
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৪ রাত ১:৫৩