কখনো কখনো কিছু কিছু শব্দ মগজ কামড়ায়
বাঁশপাতার মতো ঘূর্ণি খেতে খেতে নেমে এসে
পঙ্ক্তিতে বসে পড়ে যে-যার মতো। নিমিষে গড়ে ওঠে কবিতা, অথবা
কবিতার মতো একটা কলেবর
পড়তে দারুণ লাগে, অথচ এর কোনো অর্থ হয় না
অর্থহীনতার ভেতর তখন অর্থ খুঁড়তে থাকি
কখনো কিছুটা মেলে, কখনো অর্থহীনতাই প্রোজ্জ্বল হয়ে ফুটে ওঠে
এসব গোলমেলে শব্দেরা বড্ড যন্ত্রণা করে
গলার ভেতর লটকে থাকে হিংস্র কাঁটার মতো
ফেলতে পারি না, গিলতে পারি না, বড্ড যন্ত্রণা করে
এভাবে কিছু কিছু কবিতা জন্ম থেকেই অর্থহীনতায়
ভরপুর থাকে। সুরম্য সরণিতে এগুলো অপাংক্তেয়, অথচ নিয়ত
কুরে কুরে খায় হৃৎপিণ্ড
আসমান থেকে নেমে আসা সব কবিতার অর্থ হয়ত
থাকবে না। মাঝে মাঝে অর্থহীনতাও কবিতার এক অনন্য মাধুর্য
হয়ে উঠবে, হয়ত-বা। তাই সব কবিতার অর্থ খুঁজতে যেয়ো না
কিছু কিছু কবিতার অর্থ
দুর্বোধ্য প্রেমিকার মতো দুর্জ্ঞেয় থেকে যাক
কিছু কিছু কবিতা
অভেদ্য দুর্গের মতো অজ্ঞেয় থেকে যাক
কিছু কিছু অর্থ অনুক্তই থেকে যাক
সব কবিতা যেমন কবিতা হয় না, তেমনি সব কবিতার অর্থ হয় না
অর্থহীন হয়েও যে-কবিতাটি কবিতা হয়ে উঠলো
প্রকৃত কবিতা সেটিই
২৪ আগস্ট ২০১৭
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৯