রাস্তায় দেখলেই ‘কবি’ বলে ডাকতাম
খুব ভালো কবিতা লিখতেন আসলেই
সেই তিনি লজ্জায় ঢাকতেন মুখ তাঁর
কোনোদিন লেখা তাঁর
হয় নিকো ছাপা কোনো কাগজেই
অথচ কী উদ্যম, রাতদিন লিখে যান
কোনো একদিন যদি লেখা তাঁর ছাপা হয়!
বহুবার ভেবেছেন কবিতার খামটিরে
সম্পাদকের কাছে নিজেই দিবেন নাকি পৌঁছে!
এই করে, ঐ করে দিন তাঁর চলে যায়
বিরাট টেবিলখানি
ভরে ওঠে কবিতার খাতাতে
রানুছবি, মোহলাল, ফ্রান্সিস, শাজাহান
ওরা আজ বড় কবি,
ওদের কবিতা ওঠে শুক্রের পাতাতে
অথচ ওদের তিনি প্রতিরোজ আড্ডায়
শেখান কবিতা আর গল্পের কৌশল
অবশেষে ভুলে যান সমুদয় আফসোস
নিজের না হলো, তাতে ক্ষতি কী?
..........................হয়েছে তো শিস্যরাই সফল!
৩ মার্চ ২০১৭
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ সকাল ১১:৩৯