২০১০ সনের কথা। ঈদুল ফিতরের কদিন আগে এনটিভির একটা মিউজিক অনুষ্ঠানে রন্টির লেটেস্ট সিডি 'আনমনা মন'র উপর একটা রিভিউ প্রচারিত হচ্ছিল। ৩-৪টা গান শুনে আমি যারপরনাই মুগ্ধ হয়ে যাই। ঈদের আগে আর মার্কেটে খোঁজ নেয়া সম্ভব হয় নি। এর কয়েকদিন পর অনেকগুলো সিডির দোকান খোঁজার পর রন্টির সিডিটা পাওয়া গেলো। বাসায় এসে হন্তদন্ত হয়ে পিসি অন, অতঃপর মুগ্ধ হয়ে গান শোনা। তারপর পিসিতে কপি করা। এই ফাঁকে টিভির বিভিন্ন চ্যানেলেও ঘোরাঘুরি করছি। বৈশাখী চ্যানেলে তখন চারজন শিল্পীর আলোচনা ও গান হচ্ছিল। তো, থামলাম। কৃষ্ণকলিকেই শুধু চিনলাম। একটা মেয়ে গান ধরলো :
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া...
আমি তন্ময় হয়ে গেলাম। সুরের টান শুনেই আমি মুগ্ধ। শিল্পীর নাম জানার জন্য অপেক্ষা। নাম উঠলো - সিঁথি সাহা। এতো শিল্পীর ভিড়ে এ শিল্পীর নাম কখনো জানা হয় নি। কিন্তু গানটা শুনে আমি পাগল হয়ে গেলাম। ময়মনসিংহের নূরী পাগলার গান। আলোচকগণ বললেন, লালনের গানের মতোই সমৃদ্ধ লোকজ গান এটা। ভাবের গান, সুরটা খুব ক্লাসিক, রাগ প্রধান (যদিও আমি গান খুব শুনি, কিন্তু ক্লাসিফিকেশন সম্পর্কে ধারণা নেই)।
মার্কেটে আমি শিগগির খুঁজবো সিঁথি সাহাকে। আমি অস্থির হয়ে উঠলাম সিঁথি সাহার এ গানটা শুনবার জন্য। সিঁথি সাহা সম্পর্কে জানবার জন্য ব্লগে একটা পোস্ট দিলাম। ব্লগার শুভ্র নামের ছেলে জানালেন ফেইসবুকে সিঁথি সাহার উপর একটা ফ্যানপেইজ খোলা আছে, যেখান থেকে তাঁর সব গানই পাওয়া সম্ভব।
সিঁথির ফ্যানপেজে 'বৈঠা' গানটা পেলাম। ডাউনলোড করে গানটা শুনতে থাকি। আমি অনবরত তন্ময় হয়ে শুনতে থাকি। মনে হচ্ছিল, সিঁথি সাহার এ গানটা শুনবার জন্য আমার মনে ছিল অযুত বছরের তৃষ্ণা, আর কেবল আমার জন্যই কণ্ঠের সবটুকু মধু নিঃশেষে উজার করে সিঁথি সাহা এ গানটি গেয়েছেন। নূরী পাগলার এ গানটি লালনভক্তদের কাছে বিশেষভাবে ভালো লাগবে আশা করি। গানটির লিরিক নিচে দেয়া হলো, তার নিচে ডাউনলোড লিংক। তবে, গানটি আমি এডিট করেছি, অতিরিক্ত মূর্ছনা সৃষ্টির জন্য। যাঁরা রাগপ্রধান গান বেশি পছন্দ করেন, তাঁদের কাছে এ এডিটেড ভার্সনটা বেশি ভালো লাগবে, আমার ধারণা।
ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
তরী বাইলাম প্রেমের হাটে
পার করিলাম ঘাটে ঘাটে
বেঁচাকিনি উঠলো লাটে
কামিনীর কূল পাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
বাইতে বাইতে উজান পানি
ভেঙ্গে গেলো তরীখানি
ছিঁড়া বাদাম হাওয়ায় টানি
চলে নাও উজাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
ভবনদীর কূল পাইলাম না সাধের তরী বাইয়া
বৈঠা নে তোর মনমাঝি নাইয়া
ডাউনলোড লিংক
অরিজিন্যাল গানটা এ লিংকে পাওয়া যাবে।
মনমাঝি নাইয়া। গানটার একটা সিম্পল মিউজিক ভিডিও করেছি, সিঁথি সাহার স্টিল পিকচার দিয়ে। অডিও কোয়ালিটি হ্রাস পেয়েছে, কারণ, ভিডিওর সাইজ রিডিউস করে ইউ-টিউবে আপলোড করতে হয়েছে।
আজ দুপুরে পুরোনো পোস্টগুলো ব্রাউজ করতে করতে সিঁথির এ গানটা শুনছিলাম। আগের চেয়ে গানটা আজ বেশি ভালো লাগলো। গান শুনবার জন্য ক্ষণ, দিন ও পরিস্থিতি অনুকূল থাকলে গান বোধ হয় আর বেশি মাধুর্যময় হয়ে ওঠে। শেয়ার করলাম, দেখুন আমার মতো আর কারো গানটি ভালো লাগে কিনা।
মনমাঝি তোর বৈঠা নে রে। খান আতাউর রহমানের লেখা ও সুর করা এবং তাঁর কন্যা রুমানা ইসলামের গাওয়া 'মনমাঝি তোর বৈঠা নে রে' 'দিন যায় কথা থাকে' ছবির একটি অত্যন্ত জনপ্রিয় গান।
মনমাঝি তোর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না
সারা জনম উজান বাইলাম
ভাটির নাগাল পাইলাম না
দুঃখের দেশে দুঃখের নদী
কাইন্দা বইয়া যায়
সুখের আশায় মনমাঝি তুই
কান্দস আরে হায়
মনমাঝি তুই বেভুল যেমন
আমি কপালপোড়া তেমন
সুখদুঃখের কিনার পাইলাম না
আমি আর বাইতে পারলাম না
মনমাঝি তোর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না
সারা জনম উজান বাইলাম
ভাটির নাগাল পাইলাম না
কেন পিরিতি বাড়াইলারে বন্ধু। শাহ আবদুল করিমের এ গানটি গেয়েছেন সায়েরা রেজা। এ গানের কোনো ভিডিও হয় নি। তাঁর অন্য একটি মিউজিক ভিডিও এডিট করে এ গানটি জুড়ে দিয়েছি।
প্রেমের মরা জলে ডোবে না। আব্দুল আলিমের গাওয়া এ গানটি গেয়েছেন অভি। গানটি যেমন ভালো লেগেছে আমার, এর মিউজিক ভিডিওটিও চমৎকার।
দয়াল। পরাণ ফকিরের এ গানটি গেয়েছেন অভি। এর মিউজিক ভিডিওটাও খুব সুন্দর।
চলুন, সিঁথি সাহার আরো কিছু গান শুনি। কোনো একটা টপ চার্ট মিউজিক ভিডিওতে সিঁথির গাওয়া 'অলস দুপুরে' গানটি আমার খুব ভালো লেগেছিল। ঐ এ্যালবামে আনানের সাথে 'কল্পনা' ডুয়েট করেছেন সিঁথি। 'কল্পনা'ও ভালো লেগেছে। সিঁথির ফ্যানপেইজ ট্র্যাক করে নতুন এ্যালবাম রিলিজ হওয়ার খবর পেলেও মার্কেটে অদ্যাবধি সিঁথির একক এ্যালবাম খুঁজে পাই নি। ইউ-টিউবে সিঁথি সাহার অনেক গুলো গান পাওয়া গেলো। পহেলা বৈশাখ গানটা শুনে আমি বিমোহিত হয়েছি। এর ভিডিওটা অসাধারণ।
আমার মনের প্রার্থনা শুনতে কি পাও? - এ গানটিও খুব ভালো গেয়েছেন সিঁথি। ভিডিওটাও চমৎকার।
টাকার প্রেমে পড়ি আমি, মনের প্রেমে নয়। টাকার মানুষ আমার প্রিয়, মনের মানুষ নয়। চাইরে টাকা, শাকালাকা। পাগকিছুদিন আগে ইটিভিতে সিঁথির গাওয়া 'টাকা' গানের উপর একটা স্টেজ ভিডিও দেখেছি, যেখানে টিভি-নায়িকা ফারাহ রুমা সহ অনেকে গানটার সাথে লিপসিং ও নৃত্য করেছেন। ঐ ভিডিওটা খুব ভালো লেগেছিল, কিন্তু ইউ-টিউবে কোথাও পাওয়া গেলো না। তবে মূল ছবির গানটা পেলাম।
লাফ দিয়ে স্বপ্নটা ধরতে। কোনো এক টিভি সিরিয়ালের থিম সং। কনার কণ্ঠ। আমার খুব ভালো লাগে গানটা। কিন্তু এর কোনো মিউজিক ভিডিও নেই। ফেইসবুক ও ব্লগারদের প্রোফাইল পিকচার নিয়ে এ গানটির একটা মিউজিক ভিডিও করেছি। গানের কোয়ালিটি হ্রাস পেয়েছে, সাইজ অনেক রিডিউ করতে হয়েছে বলে।
ভ্রান্তি - কনা।
ধিন তা না না - কনার আরেকটি গানের চমৎকার ভিডিও।
তুমি আছো বলে। শিল্পীর নাম পপি। কোনো একদিন এ গানটা টিভিতে শুনেছিলাম। কিন্তু ভিডিও পাই নি। অনেক পরে টিভিতে পপির আরেকটি মিউজিক ভিডিও 'চোখের আড়াল' দেখি। এ গানটিও ভালো লাগে। 'চোখের আড়াল'-এর ভিডিও এডিট করে এ মিউজিক ভিডিওটা করা হয়েছে। এখানেও কোয়ালিটি অনেক হ্রাস পেয়েছে।
চোখের আড়াল - পপি।
মাতালিনি - মিমি। এ গানটাও সুন্দর। ভিডিওটাও।
একলা প্রহর। দশম শ্রেণীর মেয়ে পড়শি। এই সেদিন তিনি 'ক্ষুদে গানরাজ' ছিলেন, অথচ কী নিখুঁত তাঁর কণ্ঠ। ভিডিওটাও চমৎকার।
কেন এতো হারাবার ভয়। পড়শির আরেকটি চমৎকার গান।
পরী - বাপ্পা মজুমদার। নস্টালজিকের লিরিক। এটি অরিজিন্যাল মিউজিক ভিডিও হবার সম্ভাবনা।
পরী - অরিজিন্যাল ভিডিও নয়। কোনো এক ছেলে এ মিউজিক ভিডিওটি বানিয়েছেন বিভিন্ন জায়গা থেকে ভিডিও কাটপেস্ট করে। সুন্দর।
এ্যানজেল - ইউসুফ মনি ও হানি'র এ গানটিতে রয়েছে এক অপূর্ব মিষ্টতা।
গান, ভিডিও ও ছবির উপর আমার সবগুলো পোস্ট একত্রে এখানে পাওয়া যাবে।