কয়েক মাস আগে কোনো এক টিভি চ্যানলে 'তুমি আছো বলে' একটা মিষ্টি মেয়ের দারুণ মিউজিক ভিডিও দেখেছিলাম, কিন্তু দুর্ভাগ্য, শিল্পী বা গানের নাম মনে রাখতে পারি নি। সে গানটি টিভিতে আরো একদিন শুনেছিলাম, এবং ঘরে অন্যান্য যে-কজন প্রবাসী ছিল, সবাই মুগ্ধ হয়ে গানটি শুনেছিল; এবং সেবারও শিল্পীর নাম মিস করে ফেলি।
৯ জুলাই সন্ধ্যায় আরটিভিতে মিউজিক ভিডিও দেখছিলাম, আর প্রথম গানটি ছিল 'চোখের আড়াল,' শিল্পীর নাম পপি। এ গানটাও আমার খুব ভালো লাগে। ইউ-টিউবে সার্চ দিতেই গানটা পেয়ে যাই। শাহনাজের বাসায় ওর সাথে কথা বলছিলাম আর গান ডাউনলোড হচ্ছিল। শাহনাজও 'চোখের আড়াল' গানটার তারিফ করলো, এবং মেয়েটাও যে তাঁর গানের মতোই মিষ্টি তা সে উল্লেখ করলো।
আমি নিশ্চিত নই, আগের গানটা পপিরই ছিল কিনা, কারণ, এতোদিনে সেই চেহারা ভুলে গিয়েছিলাম। আজ বিকেলে ইউ-টিউবে পপির গানের সার্চ দিলে দেশি-বিদেশি অনেক পপি-ই ভেসে ওঠে , আর এর মধ্য থেকে খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে যাই 'তুমি আছো বলে' গানটি, এবং আনন্দের সাথে লক্ষ করি যে পপিই এ গানের শিল্পী।
এই 'তুমি আছো বলে' থেকেই পপির প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছিল। কিন্তু এ গানটার ওরিজিন্যাল ভিডিও ইউ-টিউবে পাওয়া গেলো না। 'চোখের আড়াল'-এর ভিডিও'র উপর 'তুমি আছো বলে' গানটা জুড়ে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম।
পপির সম্বন্ধে আমার ধারণা নেই; কারো জানা থাকলে দয়া করে জানান।
তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে
তুমি আছো বলে তোমাকেই নিয়ে ভালো লাগে ভাবতে
তুমি আছো বলে স্বপ্নকে নিয়ে মেঘের ছায়ায় ভাসি
তুমি আছো বলে যতোদূরে যাই বার বার ছুটে আসি
আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও
তোমাকেই চাই সারাক্ষণ চাই সত্যি বলছি শোনো
তোমারই জন্য কষ্টকে ভালোবাসি
তোমারই জন্য দুঃখ পেয়েও হাসি
আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও
তোমাকেই চাই সারাক্ষণ চাই সত্যি বলছি শোনো
তোমারই জন্য মেনে নিতে পারি সব
তোমারই জন্য হৃদয়ের উৎসব
আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও
তোমাকেই চাই সারাক্ষণ চাই সত্যি বলছি শোনো
তুমি আছো বলে বৃষ্টির জলে ভালো লাগে ভিজতে
তুমি আছো বলে তোমাকেই নিয়ে ভালো লাগে ভাবতে
তুমি আছো বলে স্বপ্নকে নিয়ে মেঘের ছায়ায় ভাসি
তুমি আছো বলে যতোদূরে যাই বারে বারে ছুটে আসি
আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না পৃথিবীতে একদিনও
তোমাকেই চাই সারাক্ষণ চাই সত্যি বলছি শোনো
এবার ওরিজিন্যাল 'চোখের আড়াল' দেখুন নিচে।