কোনো কোনোদিন তোমার খোঁজ নিতে সাধ হয়, স্বভাববিরুদ্ধ ইচ্ছেতে
তোমার সবটুকু খারাপ সময় যাচ্ছে আগের মতোই, একদানা খড়কুটো কোথাও ভেসে নেই যাতে ভর করে বিপুল সমুদ্রে পুনর্বার বেঁচে উঠতে পারো
আগামী মৃত্যুদিনের অবধি- ইথারে বিথারে ভাসতে ভাসতে এ বেদনার কাহিনি
আমার বুক বরাবর এসে বিঁধলে
বিগলিত-সম্ভব মন সহসা জেগে ওঠে বিদ্রোহে- তোমার ক্ষমা নেই।
তুমি তো জানো, যে-পথে একবার থুথু ছিটায়ে এসেছি, সে-পথ মাড়ানো
কোনো কালেই ধাতব স্বভাবে ছিল না।
বেঁচে থাকো প্রিয় নীলকণ্ঠ পাখি, এতোদিন যেভাবে ছিলে।