এর আগে সিঁথি সাহা , মিতুল দত্ত (মিতুল দত্তের কমেন্টের জবাবে লিংক দেয়া আছে) ও কণার গান আপনাদেরকে শুনিয়েছি। এবার সায়েরা রেজার এ গানটি শুনুন।
সায়েরা রেজার জনপ্রিয় মিউজিক ভিডিও 'ধার ধারি না'র ভিডিও কেটেকুটে এই ভিডিও গানটি করা হয়েছে। নৃত্যশিল্পীর সাথে বেশ কয়েকজনের ছবি রয়েছে, যাঁদেরকে দেখলেই হয়তো আপনারা চিনবেন। তাঁরা ফেইসবুক ও সামহোয়্যারইন ব্লগের প্রিয় মুখ।
সায়েরা রেজার প্রথম এ্যালবাম 'সুখের অমিল'-এর সবগুলো গানই আমার ভালো লেগেছিল। তাঁর কয়েকটা স্টেজ প্রোগ্রামও দেখেছি। তা থেকেই তাঁকে আমার অসম্ভব ট্যালেন্টেড মনে হয়েছে। তাঁর রয়েছে দরাজ গলা, যে কোনও কঠিন সুর অনায়াসে তুলতে পারেন; ভিন্ন মাত্রার কণ্ঠমাধুর্য ও পরিবেশনার জন্য সমসাময়িক উঠতি গায়িকাদের থেকে তাঁকে সহজেই পৃথক করা যায়। বাপ্পা মজুমদারের ফিচারিঙে সায়েরা'র প্রথম এ্যালবামের অধিকাংশ গানই বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। 'ধার ধারি না' ও 'মান ভাঙাবো' জনপ্রিয়তার শীর্ষে থাকলেও 'মনের আলিঙ্গন', 'অচিন পথে' ও 'সুখের অমিল'-এ উচ্চমার্গীয় সুরস্বাদ রয়েছে, যা আমাকে বেশি আকৃষ্ট করেছিল। মুজিব পরদেশীর কয়েকটা গান তিনি চমৎকার গেয়েছেন। 'নিন্দার কাঁটা'ও গেয়েছেন বেশ ভালো। সব মিলিয়ে, সায়েরার প্রথম এ্যালবামের ১০টা গানই সব বয়সের শ্রোতার কাছে ভালো লাগার মতো গান।
আরেফিন রুমির ফিচারিঙে সায়েরা রেজার ২য় এ্যালবাম 'এক নিমিষে'-এ মোট ১০টি গান রয়েছে, ৮টি নতুন, ২টি তাঁর ১ম এ্যালবাম থেকে নেয়া। ১ম এ্যালবামের 'ধার ধারি না' ওরিজিন্যাল সহ এর রিমেক করা হয়েছে ২য় এ্যালবামে। এ এ্যালবামের ১ম গান 'ভালোবাসা চায় না' ও এর রিমিক্স করা ৯ম গানটিতে চমৎকারিত্ব রয়েছে। এ গানটি জনপ্রিয়তার শীর্ষে থাকার সম্ভাবনা বেশি, কিন্তু আমি সবচেয়ে উপভোগ করছি এর ২য় গান 'এক নিমিষে' যা ফেইসবুকে পোস্ট করা হয়েছে। এ গানটার সুরে পশ্চিমা গানের ছোঁয়া এক অভূতপূর্ব তন্মুয়তা সৃষ্টি করে। আপনি শুনতে শুনতে বহুদূর চলে যাবেন। আরেফিন রুমির একটা শ্রেষ্ঠ কাজ আমার ধারণা। 'কেন পিরীতি বাড়াইলারে বন্ধু' শাহ আব্দুল করিমের গান। খুব নিখুঁতভাবে গেয়েছেন সায়েরা রেজা; তবে আমার কাছে মনে হয়েছে গানটি আরেকটু উচ্চলয়ে গাইলে বেশি ভালো লাগতো। এ গানটি ২য় জনপ্রিয় গান হতে পারে এ এ্যালবামের। লালন শাহ'র 'কালাও খুব দরদ দিয়ে গেয়েছেন। সায়েরার নিজের লেখা ও সুর করা গানটাও চমৎকার।
বর্তমানে ফোক গানের জয় জয়কার। আর এই ফোক সুর সায়েরা রেজার কণ্ঠে সবচেয়ে বেশি মূর্ত হয়ে ওঠে; তাঁর ফোক গান পরিবেশনার মডার্ন স্টাইল আধুনিক ফোক গানকে সর্বস্তরের গানরসিককে আপ্লুত করবে মনে করছি।
ইতোমধ্যে উঠতি গায়িকাদের মধ্যে একটা শক্ত অবস্থান গড়ে তুলেছেন সায়েরা রেজা; ভবিষ্যতে তাঁর কণ্ঠে বাংলা গান আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।