১
মন ভালো থাকলে কবিতা, কষ্টে কিংবা সুখে
শব্দ ভেঙে ভেঙে শব্দের ভেতর সমুদ্র
প্রেম না থাকলে মন ভালো থাকে না
চিরাচরিত কথা
তাই কবিতা নাই।
২
কবিতামঞ্চে আসা? প্রেম থাকলেই আসি।
আর না আসা মানেই প্রেমশূন্যতার কাল বর্তমান।
৩
কবিতা ধেয়ে আসে ক্ষুধার্ত বাঘিনীর মতো
প্রেমের শিরদাঁড়া বেয়ে।
কবিতা মরে যায় ঝরে যায় কবিতা শুকিয়ে কাঠ হয়
প্রেম চলে গেলে।
৪
প্রকৃত প্রেম দহনে। আর দহনের কবিতাই প্রকৃত কবিতা।
৫
শাবক পাখির অবলা ডানায় তুখোড় ওড়াউড়ি
ডানা ভেঙে পড়ে
মরে যাবার আগের মুহূর্তে
সাদরে বাসায় দিচ্ছি তুলে।
স্নেহমমতায় একদিন কি ওরা
পুষ্ট হয়ে উঠবে না? উঠবে।
৬
বিন্দু বিন্দু সোনাবীজ বুনে যাই প্রত্যেক প্রহরে, খামারে খামারে
বোশেখের বৃষ্টিতে বিরান চৌচির গলবেই
আর
ভুঁই ফুঁড়ে উঁকি দেবে স্বপ্নময় অজস্র চোখ সমুদ্র সুনীলে
সোনাগাছ শস্য দেবে, ঘরে ঘরে
জীর্ণ ডানা ঝেড়ে ফেলে আমুদে পাখিরা নেবে নতুন পালক
৭
অতঃপর এক লোকমা ধুলোবালিছাই আসমানে ছিটিয়ে দিলাম
তারপর তাকিয়ে দেখুন দুরবিনে
একেকটা দানা ছড়িয়ে পড়লো হিমাদ্রিপাখায়
আর তাবৎ ভূ-সমুদ্রে, অলক্ষে, অদ্ভুত বিচিত্রতায়।