ছেলেটা হারিয়ে গেলো
ছেলেটা শান্ত হাতের মুঠোয় পৃথিবীর একগোছা ঘাস পেলেই
মাটি ও কাদার পেলবে নাকডাকা ঘুম
ডাহুকের গান, মগডালে বকছানাদের বাসা, নিঝুম দুপুরে নি:সঙ্গ ঘুঘুরা কাঁদে
ছেলেটা হারিয়ে যায় কোথায় কে জানে
ছেলেটার নাটাই আছে, বিরান রোদে বাঁশকাগজের ঢাউস ওড়ায়
ডাংগুলি আর দাঁড়িয়াবাঁধা, হা-ডু-ডু খেলে ছেলেটা
শিমুলফুলে মাথায় পাগড়ি বাঁধে
টইটুম্বুর খালে ও পুকুরে পুরোবেলা ডুবসাঁতার
ছেলেটা হারিয়ে যায়
আড়িয়াল বিলের সবুজ পাথার ছেলেটাকে বড্ড দিশেহারা করে
ছেলেটা হারিয়ে যায় কোথায় কে জানে
ছেলেটার মা নেই আমারও নেই যেমন
ছেলেটার একটা প্রিয় গাভি ছিল যেমন ছিল আমারও
ছেলেটার শান্ত শৈশব, কৈশোরের কচি দিনগুলো আমারও ছিল
ছেলেটা হারিয়ে গেলো কোথায় কে জানে
ছেলেটাকে এখন আমি প্রাণপণে খুঁজি সমগ্র শহরে, নগরে নগরে