ভার্চুয়াল নারীরা মমতাময়ী হয় বাস্তবের চেয়ে খুব বেশি
পাষাণবৃক্ষেও তারা ফুল ফোটাতে পারে
আমরা অতিশয় বিগলিত তাহাদের প্রেমে, ঘরের নারীকেও ফেলে
ভার্চুয়াল নারীরা কখনো সখনো অদৃশ্যে সমস্ত কলকাঠি নাড়ে
জৈবপ্রেমে হাঁপিয়ে উঠেছে সময়। অর্ধেকটা জীবন
চলে গেছে মন পেতে, ঘর বুনতে বাকিটা
কোনো কোনো নিকটতমও ঘোরতম শত্রু হতে পারে
প্রাণের সহোদর, কিংবা যেমন ঘরের নারীরা
ঘরের নারীরা মায়াবতী হয় গৃহপ্রবেশের কিছুকাল আগে
তারপর কিছুকাল প্রেমবতীও থাকে তারা
তারপর ভালোবাসা ভাগ হয় সংসার-সন্ততিতে
তারপর ঘরের ভেতরে হয়ে যাই ঘরছাড়া
এসব সাচা কথা নয়, পূর্বাপর মিথ্যাচার। সাচা কথা হলো-
সে আমারে প্রেম দিল, মমতা দিল, সবকিছু ঢের বেশি দিল
সে আমারে ভার্চুয়ালি ক্ষ্যাপাটে এক দিওয়ানা বানালো।