১
একটা উল্টো মানুষ খুঁজি;
১০ ফুট ৫ ইঞ্চি উঁচু অথচ ৫ ফুট ১০ ইঞ্চি দেখি
দাঁড়ালে পা দুটো মাটিতে
হাসলে কাঁদে না, খিদে পেলে খাবেই
সে যদি সম্মুখপানে হাঁটে, দৃষ্টি সম্মুখে
আমি উল্টো মানুষ খুঁজি।
সে যদি গান গায়, কণ্ঠে অমৃত ঝরে
সে যদি কথা বলে, বিমুগ্ধ শ্রোতা হয়ে যাই
সে যদি কাছে ডাকে, সব পাওয়ার বন্যায় ভাসি
সে যদি উল্টো হয়ে যায়...উল্টো দেখি না কিছুই
এমন একটা উল্টো মানুষ খুঁজি।
২
সূর্যডানায় সালঙ্কারা;
কিম্ভূত গুণ্ঠনে
উর্বশী সারমেয় গজচলসম্ভবা :
সমবেত স্বরঘেউয়ে
প্রসূত পুরীষে হর্ষে আটখানা।
অজ্ঞেয় কহে : অভ্রান্ত বাণ
সুজ্ঞেয় হাসে : শিরোপরি হাওয়া।