স্যার, আমি দেবলীনা, আপনার লীনা
মনোযোগ দিয়ে পড়ি আপনার সব
কবিতার গুষ্ঠি-জ্ঞাতি। পড়ে থাকি আমি
আপনার কবিতায়, কি কারণ হলে?
‘হাতি উড়ে আকাশেতে’ মজাদার কথা!
মধুখেকো মাছি আসে কবিতার ঘ্রাণে!
কবিতার রাজ্য জয়ী বীর এক দেখে
ক্ষণে ক্ষণে নিত্য আমি বিমোহীত হই।
জিজ্ঞাসিত হয়ে আমি ভাবছি কি বলি?
অজানার কত কথা জেনে হই প্রীত
আপনার কবিতায় সজিবতা আছে!
আহমেদ জি এস হে কবিতায় প্রাণ
থাকে যার অফুরান, যাদু করে পাঠে,
দেবলীনা এটুকুই জানে সদা স্যার।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ নেই
# মাত্রা বর্ণঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৪