মনের আকুতি দীপ্ত সত্যের প্রকাশ
খাটেন সে লক্ষ্যে কবি নতুন নকিব
সে বুঝে সত্যকে যার উত্তম নসিব
অভাগা তলিযে যায় মিথ্যার সাগরে।
কবির সম্মুখে নীল সাধনা আকাশ
সেথায় আছেন কবি সতেজ সজিব
যেন কি নবাব কোন রহিলা নজিব
তলাতে দিবেনা সত্যে আঁধারে বেগরে।
মিথ্যাকে পুতায় পিষে পাটায় বাটেন
করুণা ভিক্ষায় মিথ্যা মস্তক নোয়ায়
সত্যের জন্যেতে কবি এমন খাটেন
পৃখিবী ভরিয়ে দেন সত্যের শোভায়।
দেখনা মানুষ চেয়ে আলোর মশাল
নতুন নকিব পিছে জনতা বিশাল।
রহিলা নজিবঃ ভারতের রহিল খন্ডের নবাব, পানি পথের তৃতীয় যুদ্ধের অন্যতম বীর সেনাপতি।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ পুঁথি সনেট
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ সকাল ১০:৫৭