কবি একটি মৌলিক অটোগ্রাফ তবে,
এটা শুধুই বিনম্র নাগরিক কবি।
তাঁর বাঁচার সাহস আঁধারের ছবি
যাতে মৃত্যুরা হারায় বেঁচেথাকা বাঁচে।
কবি, কুশল জিজ্ঞাসা প্রতারণা হবে?
কেন এমন ভাবনা? ষড়যন্ত্র সবি?
চাঁদ জোছনা আলোক নীলাকাশ রবি
কাটে হতাশা নিয়ত, আনন্দেরা নাচে।
বহে বিরহ ধারায় মিলনের স্রোত
পড়ে উপেক্ষা আক্ষেপ অবিরাম চাপা
ক্রোধ জাগায় জাগ্রত বিবেকের ব্রত
ক্লান্ত নয়নে বিজয় বারতার ছাপা-
নাহ নিষিদ্ধ অক্ষরে দস্তখত নয়
কবি, হবেই বিপ্লবে তারণ্যের জয়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
বিঃদ্রঃ নাগরীক কবির কবিতায় গভীরতা বেশী। তাই তাকে নিয়ে লেখা কবিতায় গভীরতা দিলাম। এবার পাঠক ডুবে না মরলেই হয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৭ সকাল ১০:৫১