নীলাকাশে চাঁদ হাসে সকলের সাথে
সেরকম চাঁদগাজী সামুব্লগে থাকে
দু’চাঁদের মিলদেখি জীবনের বাঁকে
সারাবিশ্ব ভাবনায় অনুপম তিনি।
চাঁদগাজী কথামালা নিত্যদিন গাঁথে
সেসকল হৃদয়েতে খোঁচামারে যাকে
তার রাগ যেন ঢিল মৌমাছির চাকে
কোন ক্ষেত্রে গাজী কথা অমলিন চিনি।
ভাল-মন্দে দুনিয়াটা জানি থাকে ভরা
ইতি মনে মেনে নিলে তাতে লাভ হয়
নেতি মনে কোন ক্ষেত্রে খেতে হয় ধরা
বুদ্ধিমত্তা কোন ক্ষেত্রে আনে বড় জয়।
চাঁদগাজী ওহে চাঁদ জোছনার রাশি
সুকথন সুরে চাই বাজাবেন বাঁশি।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৯