কবি ধ্রুবক আলোর পদ্যে সূর্যদয়
দেখি একান্তে বুলিয়ে দৃষ্টি নিরিবিলি।
সেথা মুক্তির স্নিগ্ধতা করে ঝিলিমিলি
ঢেউ তরঙ্গে উচ্ছল চলে সোৎসাহে।
কবি কাব্যের দ্যুতির এযে সুসময়
হেতা আলোক বর্তিকা আনে সবেমিলি
প্রতি বক্তব্যে, এছন্দে বলে, কর বিলি
মন হেথায় আনন্দে, সদা অবগাহে।
মুগ্ধ মানুষ খুশীতে দেখে অপলক
কবি কাব্যের বাঁধন, দৃঢ় কর্মপ্রীতি
এযে অনিন্দ এ কোন পূর্ণ চন্দ্রালোক
চির অটুট থাক এ স্নিগ্ধ সু-সম্প্রীতি।
কবি ধ্রুবক আলোয়, চাই সে অম্লান
পদ্ম কোমল ছন্দের দ্যুতি অফুরান।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ দুই তিন তিন দুই চার
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ বিকাল ৪:১৭