স্বপ্নসেতু কেন এতো ক্ষণস্থায়ী হয়?
এ প্রশ্নের উত্তরটা জানা নেই পরি
গবেষণা করি কত তব প্রশ্ন স্মরি
কত মনে আছে কত স্বপ্নভাঙ্গা ভয়।
সে সকল বাধা সব কেউ করে জয়
সাফল্যের হাসি হাসে সৌভাগ্যকে বরি
সেই দলে নীলপরি অগ্রেগণ্য করি
কামনার সেই সুখ মনে যেন সয়!
কার সাথে কোথা যেন হয়ে ছিল দেখা
প্রদীপের মত কেঁপে বৃষ্টি ভেজা রাতে
অভিব্যক্তি প্রকাশিতে কত কি যে লেখা
ছন্দে ছন্দে অভিভূত হয়েছি যে তাতে।
পাঠে পাঠে মুগ্ধ হয়ে কবি খুঁজে পাই
স্বপ্নসেতু স্থায়ী হোক এমনটা চাই।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখক কখখক ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ চার চার চার দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৭ সকাল ৯:৩০