যা খুশি তা’নিয়ে যদি কাব্য লেখা যায়
সকল বিষয় তবে ধন্য কভু হবে
এ কাজী ফাতেমা ছবি বেছে নেয় সবে
একান্ত আপন করে নিজ পদ্য পাতে।
কেমন কোমল স্পর্স মৃদু মন্দ বায়
কবিতা আকুল করে মনে গেঁথে রবে
এমন কবির জন্ম কম হয় ভবে
আমরা পেয়েছি বলে ধন্য সব তাতে।
কবিতা আকুল করা যাতে আছে প্রাণ
হে কবি হে ছবি কবি কত বলি আর
বিলায় কবিতা যেন ছন্দে মায়া ঘ্রাণ
পাঠক মোহীত হয়ে পড়ে বার বার।
এ কবি ও কাব্যে রাখি যোগ্য স্থান নেই
খুঁজেই হয়েছি ক্লান্ত বলি সার এই।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই দুই দুই দুই
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭