এবঙ্গ গৌরব কবি অনন্য সম্পদ
ওবঙ্গে সমান দীপ্ত কি স্নিগ্ধ অপার!
কাব্যতে সুমন করে বলব কি আর
কবিতা ‘তুমি’তে সেটা প্রকট যে পাই।
প্রেয়সি বিহীন ক্ষতে কেমন বিপদ
কেমন সে তারে বিনা জীবন অসার
জীবনে কতটা কার দখল প্রিয়ার
‘তুমি’তে তা’করে পাঠ আকুল সবাই।
ছন্দের অমৃত ভরা কাব্যের এ ছবি
হবেনা পাঠক মন কখনো বিস্মৃত
কবিতা ছুঁয়েছে মন যেমন হে কবি
সাহিত্য ভাস্কর দীপ্তি আকাশ বিস্তৃত।
ছন্দের এধারা যেন কভু না শুকায়
একবি এমন থাক এবঙ্গ তা’চায়।
# ছন্দঃ অমিত্রাক্ষর
# অন্তমিলঃ কখখগ কখখগ ঘঙঘঙ চচ
# মাত্রা বর্ণ বিন্যাসঃ তিন তিন দুই তিন তিন
# কবিতা প্রকৃতিঃ সনেট
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬